সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:৩৩:০৫

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে মোশাররফ করিমের 'ডিকশনারি'

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে মোশাররফ করিমের 'ডিকশনারি'

বিনোদন ডেস্ক : প্রথম টলিউডের কোন ছবিতে অভিনয় করলেন মোশাররফ করিম। ছবির নাম 'ডিকশনারি'। গত ১২ ফেব্রুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। দশ দিনে ছবিটি বেশ ভালোই সাড়া ফেলেছে বাঙালি দর্শকদের মনে। এবার সেই ছবি পাড়ি দিতে চলেছে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে। 

এদিন নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে খবরটি শেয়ার করেন অভিনেত্রী নুসরাত জাহান। প্রখ্যাত লেখক বুদ্ধদেব গুহর লেখা দুটি ছোটগল্প 'স্বামী হওয়া' এবং 'বাবা হওয়া' অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। মধ্যবিত্তের জীবনযুদ্ধের কথাই তুলে ধরেছে ব্রাত্য বসুর পরিচালনা। 

এই ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে আবির চট্টোপাধ্যায় এবং নুসরাত জাহানকে। এছাড়া বাকি গুরুত্বপূর্ণ চরিত্র গুলিতে অভিনয় করেছেন মোশারাফ করিম, মধুরিমা বসাক, অর্ণ মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায় প্রমুখ। ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত 'ডিকশনারি' ছবির শুটিং কলকাতা ছাড়াও বোলপুর, শান্তিনিকেতনে এবং শহরতলীর আশেপাশের অঞ্চলে করা হয়েছে।

সিনেমাটিতে মকর ক্রান্তি চট্টোপাধ্যায়ের চরিত্র অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এ অভিনেতা। তার অভিনয়ের মুগ্ধ প্রশংসা করেছে ভারতীয় মিডিয়া। কলোনিয়াল (এবং ক্লাবের নিত্যদিনের মদ্যপানের) হ্যাংওভার কাটিয়ে উঠতে না পারা মকরের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, ছেলেকে ইঞ্জনিয়ার বানানোর মধ্যবিত্ত বাসনা ও ইংরেজি ভাষা বেগতিক হয়েও তা রপ্ত করার আপ্রাণ চেষ্টা কখনও হাসির উদ্রেক করে, কখনও করুণার- সবটাই মোশাররফ ব্যক্ত করেছেন সমান দক্ষতায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে