বুধবার, ০৭ এপ্রিল, ২০২১, ১২:২৫:৩৫

মঞ্চেই কেড়ে নেওয়া হল সুন্দরীর মুকুট

মঞ্চেই কেড়ে নেওয়া হল সুন্দরীর মুকুট

বিনোদন ডেস্ক: শ্রীলঙ্কার কলম্বোতে ২০২১ সালের সুন্দরী হিসেবে ‘মিসেস শ্রীলঙ্কান’ খেতাব জিতে নেন পুষ্পিকা ডি সিলভা। তার মাথায় পরিয়ে দেওয়া হয় মুকুট। কিন্তু তাৎক্ষণিক তার নামে বিবাহ বিচ্ছেদের অভিযোগ উঠলে মুকুট কেড়ে নেওয়া হয়।

মঞ্চেই ওই মুকুট খুলে পরিয়ে দেওয়া হয় প্রথম রানার আপকে। ২০১৯ সালের বিজয়ী কারোলিন জুরি অভিযোগটি করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। শুধু তাই নয়, তিনি নিজেই পুষ্পিকার মাথা থেকে মুকুট ছিনিয়ে নেন। 

বিবিসি জানায়, রোববার (৪ এপ্রিল) এমন কাণ্ড ঘটার পর জানা যায়, পুষ্পিকার বিচ্ছেদ হয় নি, তবে তিনি স্বামীর সাথে থাকেন না। এরপর, মুকুট আবার ফিরে গেছে পুষ্পিকার কাছেই। মুকুট ফিরে পেলেও মানহানির জন্য আইনের আশ্রয় নেওয়ার কথা জানান পুষ্পিকা।

জুরি মঞ্চে বলেন, এই সুন্দরী প্রতিযোগিতার একটি নিয়ম হলো নারীদের অবশ্যই বিবাহিত হতে হবে এবং যাদের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, তারা এতে অংশ নিতে পারবে না। পুষ্পিকার যেহেতু বিবাহবিচ্ছেদ হয়েছে, তাই তিনি এ খেতাবের অধিকারী হতে পারবেন না। তাই আমি এই মুকুট দ্বিতীয় স্থানধারীকে দিতে যাচ্ছি।’ 
 
এরপর, অশ্রুসিক্ত অবস্থায় মঞ্চ ছেড়ে যান পুষ্পিকা। আর মুকুট পরিয়ে দেওয়া হয় প্রথম রানার আপকে।

পরে অবশ্য এ ঘটনার জন্য আয়োজকেরা পুষ্পিকার কাছে ক্ষমা চান। কারণ, তারা নিশ্চিত হয়েছেন, পুষ্পিকার বিবাহবিচ্ছেদ হয়নি, তবে তারা আলাদা থাকেন।

মিসেস শ্রীলঙ্কান ওয়ার্ল্ডের জাতীয় পরিচালক চান্দিমাল জয়সিংহে বিবিসিকে বলেন, বিষয়টি নিয়ে আমরা বিব্রত। কারোলিন মঞ্চে যা করলেন, তা খুবই মানহানিকর। আয়োজক সংস্থা এরই মধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে