শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১০:৩০:২৩

কঠোর লকডাউন কার্যকরে প্রয়োজনে কারফিউ জারি চান সুবর্ণা মুস্তাফা

কঠোর লকডাউন কার্যকরে প্রয়োজনে কারফিউ জারি চান সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক: করোনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ১০২ জনের মৃত্যুও হয়েছে। করোনা আঘাত হেনেছে শোবিজ জগতেও। এ পর্যন্ত অনেক তারকা শিল্পী ও কলাকুশলী মারা গেছেন।

মৃত্যুবরণ করেছেন নায়িকা কবরী, অভিনেতা এস এম মহসীন, সংগীত পরিচালক ফরিদ আহমেদ৷ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন নায়ক আলমগীর, রিয়াজসহ অনেকে৷

এমন পরিস্থিতে সরকার তৃতীয় দফায় কঠোর লকডাউন ঘোষণা করেছে৷ এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তারা চাচ্ছেন লকডাউন তুলে নেওয়া হোক।

কিন্তু দেশের মানুষের স্বার্থে লকডাউন আরও কড়াকড়ি হোক তাও চাইছেন অনেকে৷ এবার এ বিষয়ে মুখ খুলেছেন সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা৷ তিনি মনে করেন, ‘লকডাউন আরো জোরালো করতে প্রয়োজনে কারফিউ জারি করা উচিত।

সুবর্ণা মুস্তাফা বুধবার (২২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘লকডাউন আরো জোরালো করা উচিত। আমরা এখন পর্যন্ত মহামারির ভয়াবহতার মুখোমুখী হইনি। কিন্তু পরিস্থিতি সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। জীবন সবার আগে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে