শনিবার, ২১ আগস্ট, ২০২১, ০৯:৪৪:৫৪

আব্বা যা শিখিয়ে গেছেন সেই নীতিতেই চলছি: সম্রাট

আব্বা যা শিখিয়ে গেছেন সেই নীতিতেই চলছি: সম্রাট

নায়করাজ রাজ্জাকের মহাপ্রয়াণ ঘটে ২০১৭ সালের আজকের দিনে। দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন দর্শক থেকে শুরু করে সিনেমা অঙ্গনের মানুষেরা। এমন দিনে কথা হলো রাজ্জাকের ছেলে সম্রাটের সঙ্গে। তিনি জানান, আজ ফজরের নামাজের পর তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন। এছাড়া বাদ আসর তারা কোরআন শরীফ পড়বেন, দোয়ায় বসবেন। 

এদিকে বাবাকে স্মরণ করে কিছু কথাও ভাগাভাগি করেছেন সম্রাট। তিনি বলেন, আমাকে এবং বড় ভাই (বাপ্পারাজ) দুজনকেই তো আব্বা ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছিলেন। তিনি আমাদের চলার পথে নানা উপদেশ, পরামর্শ দিতেন।

আব্বা বলতেন, সবসময় চেষ্টা করবে সৎ থেকে নিষ্ঠার সাথে কাজ করতে। সৎভাবে চললে অনেক ঝড়ঝাপটা যাবে কিন্তু গায়ে লাগবে না কিছু। কিন্তু অসৎ বা দুর্নীতিগ্রস্থ হলে কখনো না কখনো সেটার প্রভাব পড়বে। আব্বা যা শিখিয়ে গেছেন সেই নীতিতেই চলছি। উনি (নায়করাজ রাজ্জাক) কাজে শর্টকাট, অনিয়ম পছন্দ করতেন না। 

একটা কাজ যেটা পরিশ্রম, সময় নিয়ে করতে হয় সেটা শর্টকাটে করে উপার্জন করা বা ওইরকম করতে মানা করতেন। আসলে বাবার গাইডলাইনগুলো খুব মনে পড়ে। অনেক ক্ষেত্রেই তার কথা ভাঙতেও পারি না, কম্প্রোমাইজও করতে পারি না। 

এদিকে, জীবনের শেষ সময়ে নায়করাজ রাজ্জাক চলচ্চিত্রের ইন্ডাস্ট্রির মানুষদের আচরণে কষ্ট পেয়েছিলেন বলেও উল্লেখ করেন সম্রাট। তিনি বলেন, আব্বা ইন্তেকাল করার ২০/২৫ দিন আগে ইন্ডাস্ট্রিতে একটা ইস্যু তৈরি হলো। তখন তাকে নিয়ে কিছু ইনসাল্টিং কথাবার্তা হলো। ভীষণ কষ্ট পেয়েছিলেন তিনি। বিষয়টি আমাদের কাছে না বললেও আপসেট হয়ে বসে থাকতেন। 

পরে পরিচালক সমিতি থেকে দুজন এসেছিলেন। কিন্তু আব্বা এতোই কষ্ট পেয়েছিলেন যে তাদের সঙ্গে আর দেখাও করেননি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে