বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১১:৪২

'রহস্যময়' বার্তা হাতে কেন লিখেছেন '...মি মোর' ব্যাখ্যা দিলেন পরীমনি

'রহস্যময়' বার্তা হাতে কেন লিখেছেন '...মি মোর' ব্যাখ্যা দিলেন পরীমনি

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে হাজির হন তিনি। এ সময় গাড়িতে থেকেই তিনি হাত উঁচিয়ে ভক্তদের অভিবাদন জানান। তখনই তার হাতের তালুতে লেখা একটি বার্তা নজরে আসে সবার। পরীমনির এমন 'রহস্যময়' বার্তা এখন টক অব দ্য কান্ট্রি। যেখানে তিনি লিখেছেন ‘...ক মি মোর’। 

এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আলোচনা-সমালোচনার কেন্দ্রে পরীমনিকে এনেছে এই বার্তা। কেন লিখেছেন, কী অর্থ- এসব নিয়ে মেতেছেন নেটিজেনরা। 

এবারের বার্তাটি নিয়ে পরীমনি বলেন, "আমার কষ্ট লাগছে এখন। অনেকেই আমার বার্তাটি ঠিক বুঝতে পারছেন না, ভুল বুঝছেন। সবাই ভাবছেন আমি লিখেছি ‘লাভ মি মোর’। আসলে তো আমি লিখেছি ‘...ক (গালি) মি মোর’।"

কিন্তু কেন এই বার্তা? এখন তো সবই আপনার অনুকূলে। কার উদ্দেশে এটি বলেছেন? জবাবে পরীমনি বলেন, যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাঁটাতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি প্রস্তুত তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে। দম যত দিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাব।

এর আগে গত ১ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন পরীমনি। তখনো তিনি হাতের তালুতে মেহেদি দিয়ে একটি বার্তা লিখেছিলেন। সেটি ছিল ‘ডোন্ট লাভ মি বিচ।' ওই বার্তা নিয়েও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।

পরী জানান, যারা তার সামনে এক রকম, কিন্তু পেছনে আরেক রকম; তাদের জন্যই কথাটি লিখেছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে