শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৬:৩৬

'জেল থেকে বের হওয়ার দুই দিন পরে এমন প্রস্তাবে চোখে পানি চলে এসেছিল'

'জেল থেকে বের হওয়ার দুই দিন পরে এমন প্রস্তাবে চোখে পানি চলে এসেছিল'

আলোচিত চিত্রনায়িকা পরীমণির ক্যারিয়ারে যেসব ছবি দর্শক হৃদয়ে দাগ কেটেছে তার মধ্যে অন্যতম ‘স্বপ্নজাল’। নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এই ছবির মধ্য দিয়ে তাকে অনেকটা সু-শিল্পী হিসেবে ফুটিয়ে তুলেছেন। 

এবার গুণী এই নির্মাতার ‘গুনিন’ নামের আরও এক ছবিতে দেখা যাবে পরীমণিকে। আজ শুক্রবার রাতে সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এই লাস্যময়ী নায়িকা। জানা গেছে, প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে বানানো হবে চলচ্চিত্রটি। যেখানে পরীকে রাবেয়া চরিত্রে দেখা যাবে। এটি মুক্তি পাবে দেশীয় একটি ওয়েব প্লাটফর্মে।

কিভাবে এই ছবির সঙ্গে যুক্ত হলেন জানতে চাইলে পরীমণি বলেন, ‘জেল থেকে বের হওয়ার দুই দিন পরে সেলিম ভাইয়ের সঙ্গে দেখা। তিনি বললেন- নতুন একটি ছবি করতে যাচ্ছি। তুমি করবে? তোমার কোনো সমস্যা আছে আমার সঙ্গে কাজ করতে? তখন জেল থেকে মাত্র বেরিয়েছি। সবকিছু মিলে সময়টা ভালো যাচ্ছিল না। সেলিম ভাইয়ের এমন প্রস্তাবে চোখে পানি চলে এসেছিল।’

ছবির গল্প নিয়ে নির্মাতা সেলিম বলেন, ‘সিনেমার গল্পটি সম্পূর্ণ আলাদা। কারণ এটি এ সময়ের গল্প নয়। এতে প্রায় ৫০ বছরের ঘটনাপ্রবাহ দেখানো হবে। রাবেয়া চরিত্রটি তৎকালীন মুসলিম রক্ষণশীল সমাজের এক নারী। এটি একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে সিনেমা হলেই আগে মুক্তির কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে