বুধবার, ০৬ অক্টোবর, ২০২১, ১২:১৭:২৯

ধর্মের টানে অভিনয় ছেড়ে দেওয়া জায়রা ওয়াসিমকে দেখা গেল বোরকায়

ধর্মের টানে অভিনয় ছেড়ে দেওয়া জায়রা ওয়াসিমকে দেখা গেল বোরকায়

পর্দা কাঁপানো সেই ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’ জায়রা ওয়াসিমের কথা এখনও স্মরণীয় হয়ে ভক্তদের স্মৃতিপটে। হঠাৎ অভিনয়কে বিদায় জানান, কারণ হিসেবে ধর্মের মোহের কথা বলেছিলেন।

এরপর দু’বছর কেটে গিয়েছে। কোনোদিন কোনো ছবি বা অন্য কোথাও দেখা যায়নি জায়রাকে। তবে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরেছেন। ইনস্টাগ্রামে মঙ্গলবার নিজের একটি ছবি পোস্ট করেছেন জায়রা। একটি ব্রিজের মধ্যে পেছন থেকে তোলা ছবিতে জায়রাকে দেখা যায় কালো বোরকা পরে।

ধর্মের টানে মাত্র ১৮ বছর বয়সেই অভিনয় ক্যারিয়ারে ইতি টেনেছেন জায়রা ওয়াসিম। ২০১৯ সালের ৩০ জুন সবাইকে অবাক করে দিয়েই ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’-এর নায়িকা জায়রা ঘোষণা করেন গ্ল্যামার দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন তিনি। আর এবার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে জায়রা লিখেছেন, ‘দ্য ওয়ার্ম অক্টোবর সান।’

তাঁর শেষ ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তি পাওয়ার আগেই বলিউডকে বিদায় জানান জায়রা। সোশ্যাল মিডিয়া পোস্টে  জায়রা লিখেছিলেন, ‘ক্রমাগত এই কাজ আমাকে আমার ধর্মবিশ্বাস থেকে দূরে ঠেলে দিচ্ছে। এত ছোট জীবনে এই বিশাল লড়াই আমি লড়তে পারব না। সেকারণেই এই সিদ্ধান্ত নিলাম।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে