বুধবার, ০৪ মে, ২০২২, ০৪:৩৭:১৬

দুঃসংবাদ দিলেন করণ জোহর

দুঃসংবাদ দিলেন করণ জোহর

বিনোদন ডেস্ক: পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যেতে চলেছে ‘কফি উইট করণ’। অর্থাৎ আর কোনও তারকাদের জীবনের অজানা সব গল্প জেনে নেওয়ার সুযোগ নেই। বলা হয়, করণ জোহর সঞ্চালিত ‘কফি উইদ করণ’ বলিউডের বিতর্কের আঁতুরঘর। 

যার বিতর্কের আঁচ নানা সময় ছড়িয়ে পড়েছে তারকাদের ঝাঁ চকচকে জীবনে। এমনকী বিতর্ক থেকে শতহস্ত দূরে থাকা তারকারাও অনেক সময় করণের অতিথি আসনে বসে করে ফেলেছেন বেফাঁস মন্তব্য। কেউ কেউ আবার রাখঢাক না করেই ক্ষোভ উগরে দেন।

বুধবার সকালে এই দুঃসংবাদ জানিয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর নিজেই। ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করে লিখেছেন, ‘৬টা সিজন ধরে ‘কফি উইদ করণ’ আমার এবং আপনাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছিল। আমার মনে হয় আমরা ছাপ রেখে যেতে পেরেছি এবং পপ কালচারের ইতিহাসেও জায়গা করে নিয়েছি। ভারাক্রান্ত মনে জানাচ্ছি ‘কফি উইদ করণ’ আর ফিরবে না।’ 

এই জনপ্রিয় অনুষ্ঠান বন্ধ হওয়ার নেপথ্যে কারণ সম্পর্কে যদিও মুখ খোলেননি পরিচালক। করণ জোহর সঞ্চালিত এই অনুষ্ঠান শুরু হয়েছিল ২০০৪ সালে। এক দশকেরও বেশি সময় ধরে বিনোদনের রসদ জুগিয়েছে ‘কফি উইট করণ’। আচমকাই তা বন্ধ হওয়ার কারণে ব্যথিত অনুরাগীরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে