সোমবার, ০৯ মে, ২০২২, ০৭:৪৬:৩৫

কী হয়েছে? হঠাৎ কেন ক্ষেপলেন শ্রীলেখা?

কী হয়েছে? হঠাৎ কেন ক্ষেপলেন শ্রীলেখা?

বিনোদন ডেস্ক: দুই বাংলায় বেশ জনপ্রিয় একটি নাম শ্রীলেখা মিত্র। লক্ষ লক্ষ দর্শকের হৃদয়ে স্থান করে নিতে পেরেছেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে। এদিকে হঠাৎ কেন ক্ষেপলেন এই অভিনেত্রী? কী হয়েছে তার?

কলকাতা চলচ্চিত্র উৎসবে কেন ব্রাত্য় হল পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন ক্যালকাটা’? যে ছবি বিদেশে সমাদৃত হয়েছে। 

সেই ছবি জায়গা পেল না পরিচালকের নিজের শহরের চলচ্চিত্র উৎসবে! এই নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । বহুবার সোশ্য়াল মিডিয়ায় এই নিয়ে মুখও খুলেছিলেন অভিনেত্রী। 

কয়েকদিন আগে যখন বাংলা সিনেমার পাশে দাঁড়ানো নিয়ে সোশ্য়াল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে, তখনও ‘ওয়ান্স আপঅন আ টাইমে ইন ক্য়ালকাটা’র প্রসঙ্গ তুলে ইন্ডাস্ট্রির দিকে আঙুল তুলেছিলেন শ্রীলেখা। 

তবে এবার নিজের ইউটিউব চ্যানেলে একের পর এক বোমা ফাটালেন অভিনেত্রী। সোজাসুজি ইন্ডাস্ট্রির ‘লবিবাজি’কে সামনে নিয়ে আসলেন তিনি।

তা ঠিক কী বললেন শ্রীলেখা? পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন ক্যালকাটা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে। নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্য়ালেও এই ছবি পুরস্কার পেয়েছে। 

তবুও এই ছবি জায়গা করে নিতে পারল না ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে। এই নিয়ে আগেই ফেসবুকে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন শ্রীলেখা। আর এবার ইউটিউবে  ‘লবিবাজি’ নিয়ে প্রশ্ন তুললেন।

শ্রীলেখার কথায়, চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাননি তিনি। কেউ তাঁকে ফোনও করেনি। শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন, তাঁর রাজনৈতিক অবস্থানের জন্য়ই হয়তো এই আমন্ত্রণ আসেনি তাঁর কাছে।

এই প্রসঙ্গের সঙ্গেই শ্রীলেখা সোজাসুজি বললেন, ‘ওয়ান্স আপঅন আ টাইম’ ছবির টিম বহুবার কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্য়োক্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। 

কিন্তু উৎসব কমিটি আগ্রহ দেখায়নি। শ্রীলেখার কথায়, ‘এর আগে ইন্ডাস্ট্রির স্বজনপোষণ, লবিবাজি নিয়ে মুখ খুলেছি। বার বার প্রমাণিত হচ্ছে আমিই ঠিক। কেন আদিত্যর এই ছবি উৎসবে সুযোগ পেল না। তা জানতেই পারলাম না!’

নিন্দুকরা শ্রীলেখাকে ঠোঁটকাটা অভিনেত্রী বলেই ডাকেন। তবে এসবে পাত্তা দেন না শ্রীলেখা। তাঁর কাছে, সত্য সামনে আসাটাই আসল। আর তাই তো ইন্ডাস্ট্রির মধ্যে লবিবাজি, স্বজনপোষণ দেখলে চুপ থাকতে পারেন না তিনি। 

একদিকে যেমন, প্রতিবাদ করেন, তেমনি ভাল কাজের মাধ্যমে প্রমাণ নিজেকে বার বার প্রমাণ করেন তিনি। তার জলন্ত উদাহরণ ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন ক্যালকাটা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে