রবিবার, ১৫ মে, ২০২২, ০২:৩৩:০৬

কেজিএফ তারকা যশের বাবাকে নিয়ে গোপন কথাটি ফাঁস করলেন রাজামৌলি

কেজিএফ তারকা যশের বাবাকে নিয়ে গোপন কথাটি ফাঁস করলেন রাজামৌলি

বিনোদন ডেস্ক: মুক্তি এক মাস পেরিয়েছে প্রশান্ত নীলের কেজিএফ চ্যাপ্টার টু। ইতিমধ্যেই বক্স অফিসে হাজার কোটির ব্যবসা করে ফেলেছে ওই ছবিটি। আর ওই সিনেমার হাত ধরেই দেশের আইকন হয়ে উঠেছেন দক্ষিণী সুপারস্টার যশ।

বর্তমানে সারাবিশ্বের নজর তার উপর। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে যশ স্ট্রাগল করেই সাফল্য পেয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তার বাবা পেশায় বাস ড্রাইভার ছিলেন। কিন্তু, এবার প্রকাশ্যে এলো আরও এক গোপন তথ্য! 

ছেলে সুপারস্টার হওয়া সত্ত্বেও চাকরি ছাড়েননি যশের বাবা অরুণ কুমার। এখনও বাস ড্রাইভার তিনি। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলি। 

এই পরিচালক বলেন, "শুনেছি, যশের বাবা নাকি বাস চালক। আজও নাকি তিনি চাকরি ছাড়েননি। আমার মতে, তিনিই আসল স্টার। যশের চেয়েও তার কৃতিত্ব বেশি।" 

বলাবাহুল্য, যশের বাবার বিনয়ই বাহুবলী খ্যাত পরিচালকের মনে ধরেছে। ছেলে সুপারস্টার হওয়ার পরেও তিনি নিজের পরিচয় ভুলে যেতে নারাজ, সেই বিষয়টি অনেককেই অনুপ্রেরণা যুগিয়েছে।

১৯৮৬ সালের ৮ জানুয়ারি কর্নাটকের মাইসুরে জন্মগ্রহণ করেছিলেন নবীন কুমার গৌঢ়া ওরফে যশ। তার বাবা অরুণ কুমার পেশায় বাস চালক। আর মা পুষ্পা রানী গৃহবধূ। ছেলেবেলা থেকেই হিরো হওয়ার স্বপ্ন দেখতেন যশ। সিনেমায় সুযোগ পাওয়ার জন্য মাত্র ৩০০ টাকা পকেটে নিয়েই ঘর ছেড়েছিলেন যশ।

এমটিনিউজ২৪.কম এর খবর পেতে ডান দিকের স্টার বাটনে ক্লিক করে গুগল নিউজ (Google News) ফিডটি ফলো করুন!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে