বুধবার, ১৫ জুন, ২০২২, ০৬:৩০:০৮

মন্দিরের ঘণ্টা বাজিয়ে বিপদে রণবীর কাপুর, উঠল বয়কটের ডাক

মন্দিরের ঘণ্টা বাজিয়ে বিপদে রণবীর কাপুর, উঠল বয়কটের ডাক

বিনোদন ডেস্ক: দৌড়ে এসে লাফিয়ে উঠে মন্দিরের ঘণ্টা বাজাচ্ছেন রণবীর কাপুর কিন্তু জুতো পরে! বুধবার 'ব্রহ্মাস্ত্র'র ট্রেলার মুক্তি পেতেই এমন প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। মুক্তির আগেই পরিচালক অয়ন মুখার্জীর এই ছবি ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। আর মন্দিরের ঘণ্টা বাজিয়ে বিপদে রণবীর কাপুর, উঠল বয়কটের ডাক।

হিন্দু পুরাণ, ঈশ্বরের অস্তিত্ব, ঐশ্বরিক শক্তির উপস্থিতি এবং তার উপলব্ধি, 'ব্রহ্মাস্ত্র' ছবির বিষয়বস্তু যে এটাই তা ট্রেলারেই স্পষ্ট। গল্পের কেন্দ্রবিন্দুতে 'শিবা' অর্থাৎ রণবীর কাপুর। 'শিবা এখানে কোনও সুপার হিরো নন, পৌরাণিক হিরো। যিনি কিনা ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন। 

আর এমন একটি চরিত্রকে দিয়ে কীভাবে জুতো পরে মন্দিরের ঘণ্টা বাজানোর ভুল করলেন পরিচালক? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কেউ আবার বলিউডের সঙ্গে দক্ষিণী ছবির তুলনা টেনে এনেছেন। নেটিজেনদের অভিযোগ, দক্ষিণী ছবিতে সর্বদা সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা দেখানো হয়।

অন্যদিকে বলিউডের বহু ছবিতে বিভিন্ন বিষয় নিয়ে বারবার হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এই প্রসঙ্গে ফের উঠে এসেছে boycottbollywood-এর ডাক। ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও রয়েছে অমিতাভ বচ্চন, মৌনী রায়, নাগার্জুন সহ আরও অনেকে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে