শনিবার, ১৮ জুন, ২০২২, ০১:০০:১৭

এমন বিপর্যয় দেখে খুব কষ্ট পাচ্ছেন শবনম ফারিয়া

এমন বিপর্যয় দেখে খুব কষ্ট পাচ্ছেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক: সুনামগঞ্জের সঙ্গে যোগাযোগের শেষ ভরসাস্থল জগন্নাথপুর ফেরি চলাচল বন্ধ। এতে সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেখানকার একতলা কোনো ঘর বসবাসের উপযোগী নেই। 

সুনামগঞ্জের একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুন) রাতেই পানিতে তলিয়ে গেছে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক। এতে ওই রাতেই সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে পড়ে সুনামগঞ্জ। 

শুক্রবার (১৭ জুন) সকাল থেকে বিদ্যুৎহীনতা, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকায় সবদিক থেকেই এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ। অভিনেত্রী শবনম ফারিয়ার জন্মস্থান সুনামগঞ্জ। তার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন। দেশের বাড়ি চাঁদপুর হলেও চাকরির সুবাদে পরিবার নিয়ে সুনামগঞ্জেই থাকতেন অভিনেত্রীর বাবা। 

আর সেখানেই জন্ম। আর তাই জন্মস্থান সুনামগঞ্জের এমন বিপর্যয় দেখে খুব কষ্ট পাচ্ছেন শবনম ফারিয়া। নিজের পেজে শবনম ফারিয়া লিখেছেন, ‘সুনামগঞ্জ আমার জন্মস্থান। বাবার পোস্টিং ছিল সেখানে। যদিও বড় হয়ে আর সেখানে যাওয়া হয়নি। কিন্তু গত কিছুদিন ধরে সেখানকার বন্যা পরিস্থিতির ছবি দেখে খুবই কষ্ট হচ্ছে।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, বন্যার সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎহীনতা। সারা জেলায় বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই। এক-দুইটি এলাকা ছাড়া বাকি জায়গায় মোবাইল নেটওয়ার্কও নেই। সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে