শুক্রবার, ২৪ জুন, ২০২২, ১২:৩২:৩৩

যে কারনে আজও একা টাবু, করেননি বিয়ে!

যে কারনে আজও একা টাবু, করেননি বিয়ে!

বিনোদন ডেস্ক : টাবুর আসল নাম তাবাসসুম ফাতিমা হাশমি। ১৯৮৫ সালে দেব আনন্দের ‘হাম নওজয়ান’ ছবি দিয়েই অভিনয়ে যাত্রা শুরু। এর আগে ৮২ সালে একটি ছবিতে এত অনুল্লেখ্য একটি রোলে অভিনয় করেছিলেন যে চরিত্রলিপিতে তাঁর নাম পর্যন্ত ছিল না।

নায়িকা হিসেবে তাঁর প্রথম ছবি সতীশ কৌশিক পরিচালিত ‘প্রেম’। এই ছবিটির চুক্তির শর্তের কারণে ৫ বছর অন্য কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে পারেননি তিনি।

মুখ্য অভিনেত্রী হিসেবে ১৯৯৪ সালে ঋষি কাপুরের বিপরীতে ‘পেহলা পেহলা পেয়ার’ ছিল বলিউডে মুক্তি পাওয়া তাঁর প্রথম ছবি। ছবিটি সফলতার মুখ দেখেনি।

‘বিজয়পথ’ দিয়ে আলোচনায় আসেন তিনি। এতে অভিনয়ের সুবাদে সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ঘরে তোলেন তিনি।টাবুর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ‘মাচিস’। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয়ের সুবাদে জেতেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বলিউডের অন্যতম সফল নায়িকা। জীবনে পেয়েছেন অসংখ্য প্রেমের প্রস্তাব। বিয়ে তো দূরের কথা, প্রেমও করেননি বলিউড অভিনেত্রী টাবু। আর তার এই ‘সিঙ্গেল’ থাকার পেছনের অন্যতম কারণ অভিনেতা অজয় দেবগণ। এক সাক্ষাৎকারে জানালেন টাবু।

তবু কেন একা থেকে গেলেন টাবু? মুম্বাই মিররের তরফ থেকে এই প্রসঙ্গে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হলে টাবু বলেন, আমার কাজিন সামির আর্যর পাশের বাড়িতে থাকতেন অজয়। তারা ভালো বন্ধু ছিলেন। 

সেই বেড়ে ওঠার সময় থেকেই অজয়ের সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল। সেই সময়ে সামির আর অজয় আমার উপর নজর রাখতেন। কোনো ছেলেকে আমার সঙ্গে কথা বলতে দেখলেই তাকে মারধর করতেন। আমার একা থেকে যাওয়ার পিছনে এটি একটা বড় কারণ।

এরপর টাবু জানান, এটা নিছক রসিকতা ছাড়া আর কিছুই নয়। কারণ টাবুর খুব কাছের বন্ধু অজয়। টাবুর ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় অজয় অন্যতম। তিনি বলেন, যদি কাউকে ভরসা করা যায়, তবে তিনি হলেন অজয় দেবগণ।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে