শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ০১:০৭:৪০

এই সিনেমা দেশের চলচ্চিত্রে একটা ইতিহাস সৃষ্টি করবে: ওমর সানী

এই সিনেমা দেশের চলচ্চিত্রে একটা ইতিহাস সৃষ্টি করবে: ওমর সানী

বিনোদন ডেস্ক: অবশেষে মুক্তি পেলো বহুল আলোচিত সিনেমা 'হাওয়া'। নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমা আজ শুক্রবার (২৯ জুলাই) দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 

চমকপ্রদ ব্যাপার হলো, মুক্তির আগেই অধিকাংশ হলে সিনেমাটির প্রথম দুই-তিন দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। যা দেশের সিনেমার নিকট অতীতে দেখা যায়নি। ‘হাওয়া’ দেখার জন্য দর্শক, সমালোচক থেকে শুরু করে সিনেমা অঙ্গনের তারকারাও ব্যাপক উচ্ছ্বসিত। 

এর ট্রেলার ও গান যে ঝড় বইয়ে দিয়েছে, তাতে আশায় বুক বেঁধেছেন অনেকেই। তাদেরই একজন চিত্রনায়ক ওমর সানী। নব্বই দশকের সাড়া জাগানো এই নায়কের প্রত্যাশা, এই সিনেমা দেশের চলচ্চিত্রে একটা ইতিহাস সৃষ্টি করবে। 

সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করে ওমর সানী ফেসবুকে লিখেছেন, ‘কিছুদিন আগে মধুমিতা সিনেমা হলে ছবি দেখছিলাম; সাথে ছিলেন শ্রদ্ধেয় কাঞ্চন ভাই, অনন্ত জলিল, বর্ষা। একটা ছবির ট্রেলার দেখলাম; অদ্ভুত মেকিং, কালার, আর্টিস্ট পারফরম্যান্স; বিশেষ করে চঞ্চল। তখন ভেবেছিলাম আমাদের বাংলা চলচ্চিত্র…!’

ওমর সানী আরও লিখেছেন, “হাওয়া’ আজ মুক্তি পাচ্ছে, একটা ইতিহাস হোক। আসল হচ্ছে গল্প এবং পরিচালক, তারপর শিল্পী। অপেক্ষায় থাকলাম ছবিটা দেখার জন্য। অগ্রিম অভিনন্দন ‘হাওয়া’।’’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে