শনিবার, ৩০ জুলাই, ২০২২, ০১:২৮:৫৯

আজ চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন

আজ চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন

বিনোদন ডেস্ক: আজ ৩০ জুলাই। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন। তবে তার আসল নাম জহিরুল হক মনু। তিনি আজকের এই দিনে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। 

এরপর তিনি নিজ জেলায় এসএসসি পাস করে ১৯৯৫ সালে ঢাকায় এসে ঢাকা সিটি কলেজে ভর্তি হন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, ইতিহাসে এমএ সম্পন্ন করেন।

তারপর ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নাম লেখান। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। শুরু হয় তার অভিনয় জীবন। 

ঠিক পরের বছর মনতাজুর রহমান আকবরের ‘কাজের মানুষ’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘মন ছুঁয়েছে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত ‘আমার স্বপ্ন আমার সংসার’ এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ও ‘রিকশাওয়ালার ছেলে’।

২০১২ সালে জায়েদ খান শাবনূরের বিপরীতে প্রধান অভিনেতা হিসেবে ‘আত্মগোপন’ চলচ্চিত্রে অভিনয় করেন, যা পরিচালনা করেন এম এম সরকার। 

২০১৪ সালে তার অভিনীত চলচ্চিত্রগুলো হল মাশরুর পারভেজ ও আকিব পারভেজের যৌথ পরিচালনার ‘অদৃশ্য শত্রু’, রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’, আজাদ খানের ‘দাবাং’, মনতাজুর রহমান আকবরের ‘মাই নেম ইজ সিমি’ এবং রাজু চৌধুরীর ‘তোকে ভালোবাসতেই হবে’। 

২০১৫ সালে তিনি শাহ্‌ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর তিনি রকিবুল আলম রকিব পরিচালিত ‘নগর মাস্তান’ চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে ছিলেন পরীমণি।

শুধু অভিনয় নয় ২০১৭ সালে তিনি ‘অন্তর জ্বালা’ নামের চলচ্চিত্র প্রযোজনা করেন, যা তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেন মালেক আফসারী, যেখানে তার বিপরীতে অভিনয় করেন পরীমণি। 

একই বছর তিনি জিয়াউর রহমান জিয়া নির্দেশিত ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নামের একটি টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেন নিপুণ।

এরপর ধীরে ধীরে অভিনয় জীবন থেকে রাজনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। জায়েদ ২০১৯ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। 

২০২২ সালের নির্বাচনে তাকে সাধারণ সম্পাদক হিসেবে প্রথমে ঘোষণা করা হলেও পরবর্তীতে ফলাফল ঘোষণার কয়েকদিন তার প্রার্থীতা বাতিল হয়ে যাওয়ায় নিপুণ আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

তবে পাল্টাপাল্টি মামলায় এই পদটি স্থগিত রয়েছে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্যও হয়েছেন এই চিত্রনায়ক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে