রবিবার, ৩১ জুলাই, ২০২২, ০৪:৫৬:০৪

ট্রেলারেই চমকে দিলো তারকাবহুল সিনেমাটি

ট্রেলারেই চমকে দিলো তারকাবহুল সিনেমাটি

বিনোদন ডেস্ক: অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল সিনেমা দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন।’ মূলত সুন্দরবনে জলদস্যু ও বনদস্যুমুক্ত নিয়ে র‌্যাবের তৈরি এ সিনেমাটি গল্প। এবার প্রকাশ্যে এলো ট্রেলার। 

শুক্রবার (২৩ জুলাই) রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে ট্রেলারটি উন্মোচন করা হয়। ট্রেলারটি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি ড. বেনজির আহমেদ। ট্রেলারেই চমকে দিলো তারকাবহুল সিনেমাটি। 

বিশেষ অতিথি ছিলেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ ছাড়াও ছিলেন সিনেমা সংশ্লিষ্ট সবাই। দস্যুমুক্ত সুন্দরবন বিশাল অর্জন দাবি করে আইজিপি বলেন, সুন্দরবনকে বিশ্বব্যাপী তুলে ধরার জন্য ‘অপারেশন সুন্দরবন’-এর ইংরেজি ভার্সনও হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে সবকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন’।

সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, রাইসুল ইসলাম আসাদ, রৌশান, নুসরাত ফারিয়া, শতাব্দী ওয়াদুদ, সামিনা বাশারসহ আরও অনেকে। এ ছাড়া প্রায় ১৩শ’ আর্টিস্ট সিনেমাটিতে কাজ করছেন। এটি একটি ব্যয়বহুল সিনেমা। এখানে অসাধারণ কিছু দৃশ্যের পাশাপাশি উন্নত কারিগরি ছোঁয়া আছে।

মূলত, ২০১২ সালের প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাব পরিচালককে প্রধান সমন্বয়কারী করে সুন্দরবনের জলদস্যু দমনের টাস্ক-ফোর্স গঠনের মাধ্যমে জলদস্যু মুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়। লিড এজেন্সি হিসেবে র‌্যাব ২০১২ সাল থেকে সুন্দরবনে জোরালো অভিযান পরিচালনা করে আসছে। অভিযানে গ্রেপ্তার হয় ২৬২ জন জলদস্যু।

একের পর এক অভিযানে ফেরারি জীবনের অবসান ঘটিয়ে আত্মসমর্পণের পথ বেছে নেয় তারা। প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও র‌্যাবের কর্মতৎপরতায় ২০১৬ সালের ৩১ মে থেকে ১ নভেম্বর ২০১৮ পর্যন্ত সুন্দরবনের ৩২ দস্যু বাহিনীর ৩২৮ জন সদস্য ৪৬২টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে