সোমবার, ০১ আগস্ট, ২০২২, ০২:০৭:২৩

সিনেমা প্রেমীদের জন্য সুখবর

সিনেমা প্রেমীদের জন্য সুখবর

বিনোদন ডেস্ক: প্রাণ ফিরে পেয়েছে বিনোদন জগত। খুলেছে প্রেক্ষাগৃহের বন্ধ দ্বার। আবার শুটিং শুরু হয়েছে। আটকে থাকা সিনেমাগুলি রয়েছে মুক্তির অপেক্ষায়। চলতি বছরের প্রথমার্ধে বেশকিছু সিনেমা বড় পর্দায় মুক্তি পেয়েছে। তাদের মধ্যে গুটি কয়েক সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। 

তবে, সিনেমা প্রেমীদের জন্য সুখবর। আগামীতে রিলিজের অপেক্ষায় রয়েছে বলিউডের তাবড় তাবড় পরিচালকদের চলচ্চিত্র। সেই সিনেমাগুলো দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেমাপ্রেমীরা। আজকের আয়োজনে তুলে ধরা হল আসন্ন কয়েকটি সিনেমার নাম। যেগুলো বি-টাউন ইন্ডাস্ট্রিকে এনে দিতে পারে ব্যবসায়িক সফলতা।

দেড় বিঘা জমিন: ফের পর্দায় জাদু দেখাবেন প্রতীক গান্ধী। অভিনেতার আসন্ন ছবি 'দেড় বিঘা জমিন', উত্তরপ্রদেশের এক ছোট পরিবারের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এক পারিবারিক ড্রামা যেখানে জমি ফিরে পেতে সাধারণ মানুষের সংগ্রামকে তুলে ধরেছেন পরিচালক পুলকিত। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন হনসল মেহেতা। উত্তরপ্রদেশের ঝাঁসিতে ছবির শ্যুটিং হয়।

কুট্টি: বিশাল ভরদ্বাজ পরিচালিত কুট্টি সিনেমাটি চলতি বছর মুক্তির অপেখায় রয়েছে। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে তাব্বু এবং নাশিরুদ্দিন শাহ। এর আগে বিশাল ভরদ্বাজ পরিচালিত তলওয়ার, দেড় ইশকিয়া, সাত খুন মাপ সিনেমাগুলি দর্শকদের মনে ছাপ ফেলে। এবারও সেই প্রত্যাশা রেখেছে পরিচালক। 

অপারেশন খুকরি: রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত অপারেশন খুকরিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কিং খানকে। সিনেমাটি পরিচালনা করেছেন আশুতোষ গোয়ারিকর। ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর "অপারেশন খুকরি" এই গল্পকে কেন্দ্র করে তৈরি হয় সিনেমাটি। 

সিনেমায় একজন সেনার ভূমিকায় অভিনয় করবেন কিং খান। শাহরুখ ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ ছরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজকুমার রাও এবং আয়ুষ্মাণ খুরানাকে।

ব্রহ্মাস্ত্র: অয়ন মুখার্জী দ্বারা পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' সিনেমাতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। শুধু তাই নয় অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া, নাগার্জুনা এবং মৌনি রায় কেও অভিনয় করতে দেখা যাবে এই সিনেমাটিতে।

ইমলি এবং লাইফ ইন আ মেট্রো-২: বলিউডের নামকরা পরিচালকদের তালিকায় রয়েছেন অনুরাগ বসু। চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে অনুরাগ বসুর দুটি মুভি, "ইমলি" এবং "লাইফ ইন আ মেট্রো" দ্বিতীয় পর্ব। ইতিমধ্যে তার তৈরি "লুডো" সিনেমাটি নজর কেড়েছে দর্শকদের।

এলএসডি-২: লাভ, সে'ক্স আর ধোঁকা নিয়ে তৈরি হয়েছিল লাভ, এলএসডি২ সিনেমাটি। চলচ্চিত্রটি পরিচালনা করেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। ভিন্ন গল্পে সেজেছিল গল্পের প্লট। অভিনয়ে ছিলেন রাজকুমার রাও, নুশরত ভারুচা, অংশুমান ঝা। 

এবার প্রযোজক একতা কাপুর এবং দিবাকর বন্দ্যোপাধ্যায় আবার একসঙ্গে পর্দায় আসতে চলেছে,'এলএসডি-২' সিনেমা নিয়ে। ইন্টারনেট আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলছে, তার উপর বির্ভর করে তৈরি হয়েছে সিনেমার গল্প।

বাজরঙ্গি 'ভাইজান' সিক্যুয়েল: সালমানের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন কবীর খান পরিচালিত বাজরঙ্গি 'ভাইজান' মুভি। ছোট্ট মুন্নী আর তার সহজ-সরল বজরঙ্গি মামার গল্প দেখে মন কাঁদেনি এমন দর্শক খুব ছিল। এবার সেই মুভির সিক্যুয়েল বড় পর্দায় চমক দেখাতে চলেছে।

জি লে জারা: জয়া আখতার পরিচালিত আরও একটি মুভি রয়েছে চলতি বছর মুক্তির অপেক্ষায়। জি লে জারা, এই সিনেমায় দেখা যাবে বলিউডের তিনজন প্রথমসারির অভিনেত্রীদের। ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাট। তিনজন জনপ্রিয় অভিনেত্রী এক সাথে স্ক্রীন শেয়ার করে জাদু দেখাতে চলেছে রূপোলি পর্দায়।

স্যাম বাহাদুর: ১৯৭১ যুদ্ধজয়ের অন্যতম কাণ্ডারী ফিল্ড মার্শাল স্যাম মানেকশর জীবনের উপর তৈরি বায়োপিক 'স্যাম বাহাদুর'মুক্তি পাবে এই বছর। ২০২১ সাল থেকে বায়োপিকের জন্য তোড়জোড় শুরু হয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা ভিকি কৌশল।

'স্যাম বাহাদুর' সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক মেঘনা গুলজার। ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে দঙ্গল গার্ল ফতিমা সানা শেখের। ফিল্ড মার্শালের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন সানিয়া মালহোত্রা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে