সোমবার, ০১ আগস্ট, ২০২২, ০৫:৪৬:৫৮

বলিউডের এমন বেহাল দশার কারণ জানালেন করণ জোহর

বলিউডের এমন বেহাল দশার কারণ জানালেন করণ জোহর

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার রমরমায় ক্রমশ কোণঠাসা হচ্ছে বলিউড। ‘পুষ্পা’, ‘আরআরআর’, ‘কেজিএফ ২’ যেভাবে গোটা দেশজুড়ে কোটি কোটি টাকার ব্যবসা করেছে, তাতে অনেকেই মনে করছেন, হিন্দি ছবির দিন বোধহয় শেষ। 

আর মনে হয় পথ নেই ঘুরে দাঁড়ানোর। কিন্তু সত্যিই কি তাই? এই কথা একেবারেই মানতে নারাজ বলিউডের প্রযোজক-পরিচালক করণ জোহর। বলিউডের এমন বেহাল দশার কারণ জানালেন করণ জোহর। তার কথায়, ‘এগুলো সবই ভিত্তিহীন বাজে কথা।’

করণ বলেন, ‘ছবি যদি ভাল হয়, তাহলে সফল হবেই। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘ভুল ভুলাইয়া ২’ তো বেশ ভালই ব্যবসা করেছে। খারাপ ছবি বানালে মানুষ সিনেমা হলে গিয়ে দেখবে কেন! নিম্নমানের ছবি আগেও কখনও চলেনি। পরেও চলবে না।’


সত্যিই কি বিষয়টি তাই? এবছর মুক্তি পাওয়া বেশ কিছু হিন্দি ছবির দিকে তাকালে দেখা যাচ্ছে, সমালোচক মহলে সিনেমাগুলি প্রশংসিত হলেও বক্স অফিসে তেমন আমল পায়নি। এর সবথেকে বড় উদাহরণ ‘রানওয়ে ৩৪’। 

আবার ‘হিরোপন্তি ২’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘শামশেরা’র মতো বড় বাজেটের ছবিগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এই প্রেক্ষিতে করণের জবাব, ‘আমাদের ইন্ডাস্ট্রিতেও অনেক বড় বড় ছবি আসছে। ভাল ছবি বানানোর চেষ্টা জারি রাখতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে