মঙ্গলবার, ০২ আগস্ট, ২০২২, ০৪:৩৯:০৫

৫৭ বছরের ছেলের মায়ের বয়স ৪০ বছর!

৫৭ বছরের ছেলের মায়ের বয়স ৪০ বছর!

বিনোদন ডেস্ক: বয়স ছাপিয়ে কোনও ভূমিকায় অভিনয়ের ধারা বলিউডে ধরা পড়েছে বার বার৷ কখনও হাঁটুর বয়সি নায়িকাদের পাশে মধ্যবয়সি নায়ক৷ কখনও আবার চল্লিশের কোঠায় বয়সি মহিলা অনস্ক্রিন মা হয়েছেন পঞ্চাশোর্ধ্ব নায়কের৷ 

এর আগে ‘ভারত’ ছবিতে সালমান খানের মায়ের চরিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রে এসেছিলেন সোনালি কুলকার্নি৷ সেই ছবিতে ৫৩ বছর বয়সি সলমনের মা হয়েছিলেন ৪৪ বছরের সোনালি৷ এই ঘটনার জেরে বলিউডের অসাম্যের বিরুদ্ধে সরব হয়েছিল বিভিন্ন মহল৷

অভিযোগ, বার বার নায়িকা তথা অভিনেত্রীদেরই এই অসাম্যের মুখোমুখি হতে হয়৷ অভিনেতাদের কিন্তু নিজের থেকে বেশি বয়সি অভিনেত্রীর বাবার ভূমিকায় কার্যত দেখাই যায় না৷ এ বার এই তালিকায় যোগ হল আমির খানের ‘লাল সিং চড্ডা’৷ 

আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলা এই ছবিতে ৫৭ বছর বয়সি আমির খানের মায়ের ভূমিকায় দেখা যাবে ৪০ বছরের মোনা সিংকে৷ বলিউডের অসাম্যের এই প্রসঙ্গে মুখ খুলেছেন মিস্টার পারফেকশনিস্ট।

আমির খান বলেন ‘‘যদি আমাকে ছবিতে ১০৩ বছর বয়সি চরিত্রে অভিনয় করতে হয়, তাহলে কি আমি করব না শুধুমাত্র আমার বয়স ৫৭ বলে? এর পিছনে যুক্তি কী? অভিনেতার জন্য বয়স নির্ধারিত হয় নাকি? এখানেই তো কুশীলবদের বিশেষত্ব যে তারা যে কোনও বয়সি হওয়া সত্ত্বেও যে কোনও বয়সের চরিত্রে অভিনয় করতে পারেন৷’’

আমিরের সংযোজন যে এটা মোনা সিংয়ের জাদু তিনি বয়স ছাপিয়ে অভিনয় করেছেন৷ জানিয়েছেন ছবিতে একবার মোনাকে অল্প বয়সি, আবার এক বার বয়স্কাও মনে হয়েছে৷ এতে আসলে তার অভিনয় প্রতিভার দিকেই আঙুল তোলা হয় বলে মনে করেন আমির৷

নীনা গুপ্তাকেও তোপ দাগতে ছাড়েননি আমির৷ সম্প্রতি নীনা বলেছেন তিনি ভল চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন না৷ কারণ অল্প বয়সি নায়িকারাও অভিনয় করছেন অপেক্ষাকৃত বয়স্ক চরিত্রে৷ আমির বলেন এটা বৃহত্তর আলোচনা৷ তার দাবি তিনি পরিচালক হিসেবে সৃষ্টিশীলতার দৃষ্টিকোণ থেকে দেখবেন৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে