বুধবার, ০৩ আগস্ট, ২০২২, ০৪:৪৫:৫৮

অর্পিতার বাড়ির বাগানে দুই রকম মাটি দেখে সন্দেহ ইডির!

অর্পিতার বাড়ির বাগানে দুই রকম মাটি দেখে সন্দেহ ইডির!

বিনোদন ডেস্ক: শান্তিনিকেতনে 'অপা'র বাগানের মাটি খোঁড়া শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এখানেও কি টালিগঞ্জ এবং বেলঘোরিয়ার মতো 'গুপ্তধন' মিলবে? চড়চড় করে বাড়ছে উত্তেজনা। 

সূত্রের খবর, অর্পিতার বাগানে দুই রকম মাটি দেখে 'গুপ্তধন' সন্দেহ ইডির কর্মকর্তাদের। এর পর কেন্দ্রীয় বাহিনী দিয়ে শুরু হয় খোঁড়াখুঁড়ি। এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় পার্থের গ্রেফতারির পর একাধিক জায়গায় তাঁর নামে-বেনামে প্রচুর সম্পত্তি আছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা। 

শান্তিনিকেতনে এখানে পার্থ ও অর্পিতার বিশাল পরিমাণ সম্পত্তির হদিস মেলে বলে জানায় তারা। তার মধ্যে একটি বাড়ির নাম 'অপা'। ইডি সূত্র বলছে, অর্পিতার নামের প্রথম অক্ষর 'অ' ও পার্থর নামের প্রথম 'পা' শব্দ মিলে বাড়ির নাম 'অপা'। বুধবারই ওই বাড়ির ভিতরে ঢোকেন ইডি কর্মকর্তারা। 

প্রথমে প্রতিটি ঘরে তল্লাশি চলে। ঘরের আলমারিতে কোনও জিনিস থাকতে পারে সন্দেহ করছেন তারা কিন্তু আলমারি চাবি পাওয়া যায়নি। পরবর্তীতে তালা ভাঙা হতে পারে। এরপর বাগানেও খোঁড়া শুরু হয়। যদিও বৃষ্টির জন্য সেই কাজ থমকে যায় পরে।

'অপা'র মালিক শুধুই ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় নন। বাড়ির দলিল দেখে এমনই দাবি করেছিলেন বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব কর্মকর্তা। পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী পার্থ এবং অর্পিতাকে জেরা করে শ্যামবাটির এই বাড়ির খোঁজ পান ইডি কর্মকর্তারা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে