বুধবার, ০৩ আগস্ট, ২০২২, ০৫:৫২:৩৭

পাশে দাঁড়াতে গিয়ে উল্টো আমির খানের বিপদ বাড়ালেন মিলিন্দ

পাশে দাঁড়াতে গিয়ে উল্টো আমির খানের বিপদ বাড়ালেন মিলিন্দ

বিনোদন ডেস্ক: 'লাল সিং চাড্ডা'র মুক্তির তারিখ যত এগোচ্ছে ততই ক্ষোভ বাড়ছে আমির খানের বিরুদ্ধে। অতীতের প্রতিটি বিতর্কিত মন্তব‍্যের জের এখন পদে পদে অনুভব করছেন তিনি। 

বড় বাজেটের ছবি, টানা কয়েক বছরের পরিশ্রম যাতে মাটি না হয়ে যায় তার জন‍্য মরিয়া আমির। দর্শকদের উদ্দেশে হাতজোড় করে কাতর অনুরোধ করেছেন, দয়া করে সিনেমাটি বয়কট করবেন না।

দক্ষিণী ছবির ঢংয়ে প‍্যান ইন্ডিয়া ফিল্ম করতে চেয়েছেন আমির। তাই লাল সিং চাড্ডার সঙ্গে জুড়ে দিয়েছেন দক্ষিণের তারকাদেরও। এখন ডুবলে বলিউড তো ডুববেই, দক্ষিণও ছেড়ে কথা বলবে না। এমন চরম দুশ্চিন্তার সময়ে আমিরের পাশে দাঁড়ালেন মিলিন্দ সোমন। তবে পাশে দাঁড়াতে গিয়ে উল্টো আমির খানের বিপদ বাড়ালেন মিলিন্দ। 

তার মন্তব‍্য নেটিজেনদের ক্ষোভ প্রশমিত করার বদলে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। টুইটে খুব কম কথায় তিনি লিখেছেন, ‘ট্রোল একটা ভাল ছবিকে কখনোই আটকে রাখতে পারে না।’ নেটনাগরিকদের এক রকম চ‍্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মিলিন্দ। 

ফলাফলও ভাল হয়নি। নেটিজেনরা পালটা প্রশ্ন করেছেন, মিলিন্দ কি তাদের উসকাচ্ছেন? একজন লিখেছেন, ‘এটা পেট্রোলের কাছে আগুন নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়। নেটিজেনদের এভাবে ব‍্যঙ্গ করে ভাল করলেন না। আমাদের ভাবাবেগে ভেঙ্গেছে বলিউডের হিন্দু বিরোধী ছবি দেখে।’ 

আরেকজনের মন্তব‍্য, আমির খান, সঞ্জয় দত্তরা যদি এখন নরেন্দ্র মোদির পায়ে নাকখতও দেন তবুও ভারতের হিন্দুরা তাদের ছবি দেখবে না পয়সা খরচ করে। আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে লাল সিং চাড্ডা। তার আগে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় উঠেপড়ে লেগেছেন আমির। 

সম্প্রতি সংবাদ মাধ‍্যমে তিনি বলেন, “আমার কষ্ট হয়। আমার খারাপ লাগে এটা ভেবে যে, যারা এই ধরনের কথা বলছে তারা মনে মনে ভাবে যে আমি ভারতকে ভালবাসি না কিন্তু এটা তো সত‍্যি নয়। এটা সত‍্যিই দুর্ভাগ‍্যজনক যে কিছু মানুষের চিন্তাধারা এমন। দয়া করে আমার সিনেমা বয়কট করবেন না। আমার ছবি দেখুন।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে