মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ০৩:৪৫:০৮

এবার মুখোমুখি সালমান-অঙ্কুশ!

এবার মুখোমুখি সালমান-অঙ্কুশ!

বিনোদন ডেস্ক : এবার মুখোমুখি সালমান-অঙ্কুশ! কেন এমনটি বলা হচ্ছে? তাহলে একটু গভীরে যেতে হবে। বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে অভিনয়ের পাশপাশি এবার প্রযোজনায় নামতে চলেছেন অঙ্কুশ। 

ধীনতা দিবসের দিন নিজের প্রযোজিত প্রথম ছবি মির্জার ফার্স্ট লুক সামনে আনলেন অঙ্কুশ। আরও পড়ুন: ঐশ্বরিয়ার সম্পদের পরিমাণ জানলে অবাক হবেন

ছবিটি অঙ্কুশের (Ankush Hazra) সঙ্গে যৌথভাবে ছবিটির প্রযোজনায় দায়িত্বে থাকছে ‘নেক্সজেন ভেঞ্চার’। ছবিটি পরিচালনা করছেন সুমিত-সাহিল জুটি। অঙ্কুশের আগে দেব, জিৎ, বনিরাও প্রযোজক হয়েছেন।

জল্পনাটা বেশ অনেকদিন ধরেই ছিল। টলিউডের অল রাউন্ডার হিরো অঙ্কুশ হাজরা নাকি এবার নিজের প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন। কথা ছিল ১৫ অগাস্টের দিনই নাকি বড় কোনও ঘোষণা করতে চলেছেন অভিনেতা। 

তারপর থেকেই ধরে নেওয়া হচ্ছিল স্বাধীনতা দিবসই হয়তো আত্মপ্রকাশ করবেন প্রযোজক অঙ্কুশ হাজরা (Producer Ankush Hazra) । এতদিন তাঁকে অভিনেতা বলেই চিনত সকলে। 

অবশেষে নতুন এক পরিচয় সংযোজন হল অঙ্কুশের। স্বাধীনতা দিবসের দিন নিজের প্রযোজিত প্রথম ছবি মির্জার ফার্স্ট লুক সামনে আনলেন অঙ্কুশ। ছবিটি অঙ্কুশের (Ankush Hazra) সঙ্গে যৌথভাবে ছবিটির প্রযোজনায় দায়িত্বে থাকছে ‘নেক্সজেন ভেঞ্চার’। ছবিটি পরিচালনা করছেন সুমিত-সাহিল জুটি।

স্বাধীনতা দিবসের দিন অঙ্কুশ জানান, এই ঘোষণা খুবই স্পেশ্যাল। গত ১২ বছর ধরে তাঁর ফ্যান ও দর্শকদের ভালবাসা ছাড়া সম্ভব হত না। সকলের প্রতি ভালবাসা জানান অঙ্কুশ। আগামী দিনে আরও ভালভাবে কাজ করার আশ্বাস দেন তিনি। সেই কথা রেখেই মির্জার (Mirza) ঘোষণা করেন।

১৫ অগাস্ট সন্ধ্যাবেলা নিজের প্রযোজিত প্রথম ছবি মির্জার ফার্সট লুক সামনে এনে লেখেন, “Be the change that we wish to see in the world- কথাটা গান্ধীজির, শুনেছে সবাই, কিন্তু মেনেছি শুধু আমি, মির্জা (Mirza)” ছবির পোস্টার দেখেই বোঝা যাচ্ছে একেবারে ভরপুর অ্যাকশন করতে দেখা যাবে অঙ্কুশকে। 

এই ছবিটি মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ইদে। ওই একই দিনে মুক্তি পাচ্ছে সলমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘টাইগার ৩’। Ek Tha Tiger -এর মুক্তির দশম বর্ষপূর্তিতে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি মুক্তির ঘোষণা করলেন সলমান। 

সোমবার অ্যাকশন প্যাকড একটি ভিডিয়ো আপলোড করে অভিনেতা জানান, আগামী বছর ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে Tiger 3। তিনি লেখেন, "এক থা টাইগারের ১০ বছর পূর্ণ হল। 

তবে পথচলা থামেনি। বরং নয়া যাত্রা শুরু হতে চলেছে। টাইগার ৩ এর জন্য তৈরি থাকুন। ২০২৩ সালের ঈদে (২১ এপ্রিল) হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। তৈরি থাকুন। ক্যাটের বিয়ের পর সলমানের সঙ্গে ফের তাঁর অনস্ক্রিন কেমিষ্ট্রি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।"

টলিউড ইন্ডাস্ট্রিতে অঙ্কুশের আগে দেব, জিৎ , প্রসেনজিৎ, এনা সাহারা প্রযোজনায় নাম লিখিয়েছেন। যার মধ্যে দেব ও জিৎ-এর প্রযোজনা সংস্থা তুলনামূলক ভাবে এগিয়ে প্রসেনজিতের প্রযোজনা সংস্থার তুলনায়। এবার প্রযোজক অঙ্কুশ কেমন কাজ করেন সেটাই দেখার!-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে