মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৮:৫৪

কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা প্রভাস

কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা প্রভাস

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা প্রভাস। যিনি ‘বাহুবলি’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপী সিনেমাপ্রেমী মানুষের কাছে তারকা খ্যাতি পেয়েছেন। দক্ষিণী ছবির এই নায়কের ব্যাপারে জানতে তার ভক্তদের আগ্রহের কোনো কমতি নেই।

এদিকে তার চাচা তেলেগু সিনেমার খ্যাতনামা অভিনেতা উপলাপতি ভেঙ্কাটা কৃষ্ণম রাজু মারা গেছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে হার্ট-অ্যাটাকে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর ভারতের দক্ষিণী সিনেমার অধিকাংশ তারকা ছুটে যান কৃষ্ণম রাজুকে শেষ বিদায় জানাতে।

হঠাৎ করে চাচার মৃত্যুতে ভেঙে পড়েছেন প্রভাস। কৃষ্ণম রাজুর মরদেহের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে তাকে। এ সময়ের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। চাচার মরদেহের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যাচ্ছে প্রভাসকে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, ‘প্রভাস তার ছোট বোনকে জড়িয়ে ধরে চোখের জল ফেলছেন। অন্য একটি ভিডিওতে নিজেকে সামলানোর অনেক চেষ্টা করছেন তিনি। কিন্তু স্বজন হারানোর ব্যথা চাইলেই গোপন করা যায় না। নেটিজেনরাও প্রিয় তারকার দুঃসময়ে সমবেদনা জানাচ্ছেন।’

জানা যায়, অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরিতে ১৯৪০ সালের ২০ জানুয়ারি জন্মগ্রহণ করেন কৃষ্ণম রাজু। পড়ালেখা শেষ করে সাংবাদিকতা শুরু করেন। এরপর সিনেমা জগতে পা রাখেন। তার প্রথম সিনেমা ‘চিলাকা গোরিঙ্কা’ ১৯৬৬ সালে মুক্তি পায়। খল অভিনেতা হিসেবেও তার বেশ খ্যাতি রয়েছে।

কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন কৃষ্ণম রাজু। এর মধ্যে সেরা অভিনেতা হিসেবে ১৯৭৭ ও ১৯৭৮ সালে ভারতের রাষ্ট্রপতি পুরস্কার, ১৯৭৭ ও ১৯৮৪ সালে নন্দি পুরস্কার এবং চারবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি। ২০০৬ সালে ফিল্মফেয়ার তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করে। সিনেমায় তার অভিনয়ের জন্য তাকে ‘রেবেল স্টার’ হিসেবে ডাকা হতো।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও যোগ দিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে ইউনিয়ন মিনিস্টার ছিলেন কৃষ্ণম রাজু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে