শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩৫:৫০

সানি দেওলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

সানি দেওলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বিনোদন ডেস্ক: ২০ বছর আগে টাকা নিয়েও ছবিতে কাজ করেননি সানি দেওল! ধর্মেন্দ্র পুত্রের নামে গুরুতর অভিযোগ করলেন জনপ্রিয় প্রযোজক তথা পরিচালক সুনীল দর্শন। অজয়, বরসাত, তালাশ, মেলা, ইন্তেকামের মতো সুপারহিট ছবি বানিয়েছেন তিনি। 

১৯৯৯ সালে যখন অক্ষয় কুমার পরপর ১৪টি ফ্লপ ছবি করে একেবারে কোণঠাসা, তখন জানওয়ারের মতো বিগ বাজেটের ছবি তাকে অফার করেছিলেন সুনীল। বলা হয়, এই ছবির মাধ্যমে কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছিলেন বলিউডের খিলাড়ি। 

শুধু অক্ষয় নয়, অনেক তারকার ভাগ্য বদলে দিয়েছিলেন সুনীল। কিন্তু, এই প্রযোজক তথা পরিচালককে নাকি যোগ্য মর্যাদা দেননি সানি দেওল। ১৯৮৮ সালে ইন্তেকাম ছবিতে প্রথমবার সানির সঙ্গে কাজ করেছিলেন সুনীল। তবে সেই সময় শুধুমাত্র ছবি প্রযোজনা করতেন তিনি। 

১৯৯৩ সালে লোতেরি ছবিটিও বানায় তার প্রোডাকশন হাউজ। ঘটনাচক্রে সেই সিনেমাতেও সানি কাজ করেছেন। ১৯৯৬ সালে পরিচালনা শুরুর পরিকল্পনা করেন সুনীল। অজয় ছবির হাত ধরে নতুন পথচলা শুরুর স্বপ্ন দেখেছিলেন সুনীল। তবে ওই ছবির কাজ শুরুর পর থেকেই নাকি সানির সঙ্গে নানা ধরনের সমস্যা শুরু হয়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল বলেন, "সানির কেরিয়ারের পরবর্তী ধাপে আমি তার পাশে থাকব, এমনই প্রতিশ্রুতি নিয়েছিলেন উনি। আমি এক বছর ওঁর জন্য অপেক্ষাও করি। উনি বলেছিলেন আমার পরবর্তী ছবিতে কাজ করবেন। টাকাও নিয়েছিলেন।"

পরিচালকের দাবি, সানি দেওল এরপর লন্ডন চলে গিয়েছিলেন। ববি দেওল এবং কারিশ্মা কপুরের সঙ্গে লন্ডন শীর্ষক একটি ছবির শ্যুটিং শুরুও করেন তিনি। যার পরিচালনা করছিলেন গুরিন্দর চাড্ডা। তবে সেই সময় ছবিটি সম্পূর্ণ করতে পারেননি তিনি। পরে অবশ্য দিল্লাগি নামে ছবিটি রিলিজ করে। ছবিটির পরিচালনা করেছিলেন খোদ সানি।

তবে লন্ডন প্রজেক্ট কিছুদিনের জন্য বন্ধ হয়। তখনই ৬৫ বছরের অভিনেতা তার ছবিতে কাজ করবে ভেবেছিলেন সুনীল। জানওয়ার ছবির চিত্রনাট্যও পড়ে শুনিয়েছিলেন। তার কথায়, "সানি আমাকে বলেন, স্ক্রিপ্ট নিয়ে আরও একটু কাজ করতে। এই সময়েই বুঝতে পারি, উনি আর কাজ করতে চাইছেন না।"

ওই ছবিতে অক্ষয় কুমারকে সাইন করেছিলেন সুনীল। তবে সানি দেওল নাকি টাকা নিয়েও তা ফেরত দেননি। সানি দেওলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন জানওয়ার ছবির প্রযোজক তথা পরিচালক। সানি দেওল বর্তমানে অভিনয় করার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের গুরুদাসপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে