শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫৪:০৬

আবু হেনা রনির জন্য দোয়া চেয়ে যা লিখলেন মীর

আবু হেনা রনির জন্য দোয়া চেয়ে যা লিখলেন মীর

বিনোদন ডেস্ক: গ্যাস বেলুন দুর্ঘটনায় দগ্ধ কমেডি শো মিরাক্কেলখ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা গুরুতর। তার শ্বাসনালি পুড়ে গেছে। দগ্ধ হয়েছে শরীরের ২৫ শতাংশ। বর্তমানে তিনি ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। 

সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রনি এপার বাংলার মতো সমান জনপ্রিয় ওপার বাংলায়ও। ঢাকায় বার্ন ইনস্টিটিউটের হাসপাতালের বিছানায় কাতরানো রনির জন্য শুভকামনা জানাচ্ছেন তার দুই বাংলার অসংখ্য ভক্তরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এবার তার জন্য দোয়া চাইলেন জনপ্রিয় উপস্থাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মীর আফসার আলী। মিরাক্কেলের এ উপস্থাপক রনিকে খুব ভালোভাবে জানেন ও চেনেন। দ্রুত রনি সুস্থ হয়ে ফিরবেন বলেও তার বিশ্বাস।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তি অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পৌনে ৫টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে মীর লিখেছেন, ‘আবু হেনা রনি নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে