রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৬:০১:৩৩

বয়কটপন্থীদের উড়িয়ে বক্স অফিসে সবোর্চ্চ রেকর্ড গড়লো '‌ব্রহ্মাস্ত্র'‌

বয়কটপন্থীদের উড়িয়ে বক্স অফিসে সবোর্চ্চ রেকর্ড গড়লো '‌ব্রহ্মাস্ত্র'‌

বিনোদন ডেস্ক: ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান:‌ শিবা আবার ট্র‌্যাকে ফিরে এসেছে। পরপর চারদিন ঘরোয়া বক্স অফিসে এই সিনেমা বড় ধরনের পতন দেখার পর দ্বিতীয় সপ্তাহান্তে ফের নিজেকে তুলে ধরেছে '‌ব্রহ্মাস্ত্র।'‌ ১৭ সেপ্টেম্বর, দ্বিতীয় শনিবার, এই সিনেমা গোটা ভারত জুড়ে ৫০ শতাংশ বৃদ্ধি দেখিয়েছে। 

শুধু তাই নয়, এই সিনেমা গ্লোবাল আয়ের দিক থেকেও দ্য কাশ্মীর ফাইলসকে ছাড়িয়ে গিয়েছে ‌যা এই বছরের সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমায় পরিণত হয়েছিল। বক্স অফিসের খরা কাটিয়ে বলিউডের হাল ফিরিয়েছে 'ব্রহ্মাস্ত্র'। পরপর কয়েকটি বিগ বাজেট ছবির পতনের পর ৪০০ কোটি টাকার ব্রহ্মাস্ত্রও বয়কটের মুখে পড়েছিল। 

ছবিটি ফ্লপ করার জন্য চেষ্টার কসুর করেননি বয়কটপন্থীরা। কিন্তু ব্রহ্মাস্ত্রকে আটকানো যায়নি। বাণিজ্যিক সূত্রের খবর, আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা শনিবার গোটা দেশজুড়ে সব ভাষায় ১৫.‌৫-১৬ কোটি টাকার মধ্যে আয় করেছে। 

যদি শুক্রবার ও বৃহস্পতিবারের সঙ্গে তুলনা করা যায় তবে বলা যেতে পারে ১০.‌৫ কোটি আয় হয়েছে শুক্রবার ও ৯ কোটির ওপর ব্যবসা করতে পেরেছে বৃহস্পতিবার, এখনও পর্যন্ত একদিনে সবচেয়ে কম আয় এই সিনেমার। সব মিলিয়ে ঘরোয়া বক্সঅফিসে এই সিনেমার সংগ্রহ ২০০ কোটি হলেও বিশ্বজুড়ে এই সিনেমা প্রায় ৩৫০ কোটি ছুঁয়ে ফেলেছে। 

এর অর্থ হল, বছরের সর্বাধিক আয়যুক্ত সিনেমা দ্য কাশ্মীর ফাইলসের আজীবন আয় করা ৩৪০ কোটির গণ্ডি অতিক্রম করে ফেলেছে '‌ব্রহ্মাস্ত্র'‌। বয়কটপন্থী উড়িয়ে দিয়ে বক্স অফিসে বছরের সবোর্চ্চ আয়ের রেকর্ড গড়লো '‌ব্রহ্মাস্ত্র'‌। যদিও ৪১০ কোটির বাজেটের সিনেমাকে এখনও পর্যন্ত হিট তালিকায় সেভাবে রাখা যাচ্ছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে