সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০২:৪১

ফুটপাতের যে খাবারটি খুবই পছন্দ ছিল সালমান শাহ'র

ফুটপাতের যে খাবারটি খুবই পছন্দ ছিল সালমান শাহ'র

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র, ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ জন্মদিন আজ (১৯ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

মৃত্যুর ২৬ বছর পরও কালজয়ী এই নায়ক এখনো সমানভাবে আলোচিত, জনপ্রিয়, প্রাসঙ্গিক। আজও প্রিয় এই নায়কের কথা ভেবে কাঁদেন তার অগণিত ভক্ত। দেশের শোবিজের নায়কদেরও আদর্শ তিনি।

সালমান শাহ উত্তরার ফুটপাতের একটি দোকানের চিতই পিঠা খুব পছন্দ ছিল। এক বয়স্ক নারী বানাতেন সেই পিঠা। সালমান ও ডন মিলে প্রায়ই যেতেন সেখানে। 

সালমান ওই নারীকে ‘নানি’ সম্বোধন করতেন। এক বসায় একেকজন ৯–১০টি পিঠা খেয়ে ফেলতেন। বিল দিতেন ইচ্ছেমতো, দামের চেয়ে অনেক বেশি। দেখা যেত ৮টি পিঠা খেয়ে ৫০০ টাকা দিয়ে দিতেন। সে সময়ের হিসাবে টাকার পরিমাণ কম ছিল না।” এক সাক্ষাৎকারে কথাগুলো জানান প্রয়াত সালমান শাহর বন্ধু খল অভিনেতা ডন।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে