শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৬:১৪:০৮

আমেরিকায় গিয়ে নতুন কীর্তি গড়লেন রাজামৌলি

আমেরিকায় গিয়ে নতুন কীর্তি গড়লেন রাজামৌলি

বিনোদন ডেস্ক: আরআরআর ছবির সাফল্য উপভোগ করছেন পরিচালক এসএস রাজামৌলি। দেশের গণ্ডি ছাড়িয়ে এই ছবি পৌঁছেছে বিশ্ব দরবারে। আমেরিকায় ছবির প্রচারে ব্যস্ত পরিচালক। তার মধ্যেই নতুন কাজের সঙ্গে যুক্ত হলেন ‘বাহুবলী’র স্রষ্টা। 

সেই সঙ্গে ‘আরআরআর’-এর ভাগ্যে অস্কার জুটবে কি না, সে নিয়েও মুখ খুললেন পরিচালক। আমেরিকার ‘ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সি’ (সিএএ)-র সঙ্গে চুক্তিবদ্ধ হলেন পরিচালক। বৃহস্পতিবার আমেরিকার বিনোদন ও ক্রীড়া দুনিয়ায় প্রতিভা সন্ধানের ওই সংস্থায় সই করেছেন রাজামৌলি। 

বিশ্বে ইতিমধ্যেই হাজার কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে ‘আরআরআর’। সেই সাফল্যের পরই সিএএ-তে স্বাক্ষর করে আমেরিকায় গিয়ে নতুন কীর্তি গড়লেন রাজামৌলি। আমেরিকার একাধিক প্রেক্ষাগৃহে ‘আরআরআর’-এর প্রদর্শনীতে যোগ দিয়েছেন রাজামৌলি। ‘আরআরআর’ ছবির অস্কার জয়ের সম্ভাবনার প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। 

পরিচালক বলেছেন, ‘‘আরআরআর অস্কার জিতবে কি না, তাতে আমার পরের ছবির পরিকল্পনা বদলাবে না। অস্কার নিঃসন্দেহে ছবির কলাকুশলী ও দেশের জন্য একটা বড় পাওনা, কিন্তু তা আমার কাজের ধারা পাল্টাবে না। পরিচালক হিসাবে নিজেকে আরও তৈরি করতে চাই। গল্প বলার পদ্ধতি সুচারু ভাবে রপ্ত করতে হবে।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে