শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০১:৫৩:৫৫

আমাকে মন্ত্রিত্ব দিতে হলে পুরো ক্ষমতা দিতে হবে : ইলিয়াস কাঞ্চন

আমাকে মন্ত্রিত্ব দিতে হলে পুরো ক্ষমতা দিতে হবে : ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি নিরাপদ সড়ক আন্দোলনের নানা কার্যক্রমেও নিয়োজিত। একইসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি তিনি। সম্প্রতি রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা প্রশ্নে মুখ খুলেছেন তিনি। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তাঁর রাজনৈতিক ভাবনা প্রকাশ করেন।  

এসময় এমপি হওয়ার আগ্রহ আছে কি না এমন প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জাতীয় রাজনীতিতে যারা যুক্ত হয়েছে তারা কী করতে পেরেছে? জাতীয় রাজনীতিতে একটা এমপি হয়ে আমি কী করতে পারব? এটা আমার মাথায় আছে। আমি শুধু এমপি হওয়ার জন্য রাজনীতিতে যুক্ত হতে চাই না। জীবনে যদি সে রকম কোনো দায়িত্ব পাই তাহলে সেটা পালন করব। ’
আপনাকে যদি মন্ত্রী করা হয়? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শুধু মন্ত্রী করলে হবে না, পূর্ণ ক্ষমতা দিতে হবে। বহু মন্ত্রী আছে তারা কিন্তু পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারে না। আমাকে মন্ত্রিত্ব দিতে চাইলে আমাকে ক্ষমতা অ্যাপ্লাই করার সুযোগ দিতে হবে। ’

রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে ইলিয়াস কাঞ্চনের। রাজনীতি ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য এ অভিনেতার। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘হ্যাঁ অবশ্যই আমার রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে। আমি যা চাই, দেশের মানুষ আমার কাছে যা চায় আমি তো করতে পারছি না তো। আমি দেখেছি, এই একটাই জায়গা আছে। রাজনীতি ছাড়া দেশকে, রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব নয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে