রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪২:৪৩

কোথায় এবং কিভাবে কাটাবেন দুর্গাপুজো? জানালেন মিথিলা

কোথায় এবং কিভাবে কাটাবেন দুর্গাপুজো? জানালেন মিথিলা

বিনোদন ডেস্ক: সৃজিতের সঙ্গে বিয়ের পর থেকে মেয়েকে নিয়ে কলকাতাতেই পাকাপাকিভাবে বাস। বিয়ের প্রথমবছর (২০২০) প্রথবার কলকাতার পুজো দেখেন। কলকাতার পুজোর জাঁকজমক, পুজোর সাজ, প্যান্ডেল দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। 

তবে এবার আর পুজোতে কলকাতায় থাকা হচ্ছে না মিথিলার। মেয়েকে নিয়ে পুজোটা কাটবে বাংলাদেশে। তার স্মৃতির পাতা থেকে উঠে এলো ছোটবেলার পুজোর কিছু স্মৃতি। ভারতের জি মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানালেন, দুর্গাপুজোয় কোথায় এবং কিভাবে কাটালেন।

মিথিলা বলেন, 'এবার পুজোয় ঢাকায় থাকব। সপ্তমীর দিনই ঢাকায় চলে যাব। আইরার স্কুল ছুটি থাকবে। আর ওর স্কুল ছুটি থাকলে আমি ঢাকায় চলে যাওয়ারই চেষ্টা করি। ওখানে আমার বাবা-মা পরিবারের সঙ্গেই পুজোটা সেলিব্রেট করব। ঢাকাতেও পুজোটা বেশ জাঁকজমকপূর্ণভাবেই হয়।'

সৃজিত-ঘরণী বলেন, ‘ওখানেও আমরা প্যান্ডেলে যাই, বন্ধুদের বাড়িতে গিয়ে আড্ডা, খাওয়াদাওয়া সবই হয়। আর সৃজিত এমনিতেই পুজোটা কলকাতায় থাকবে না। ও শিলং থেকে ফিরবে, তারপর আবার মুম্বাই চলে যাবে। পুজোর সময় আমি আমার প্রিয় জামদানি শাড়ি কেনার চেষ্টা করি, আর সেটা আমি বাংলাদেশ থেকেই কিনি।’

মিথিলা বলেন, ‘এবারও অর্ডার করা আছে, ঢাকায় গেলে ওটা পেয়ে যাব। আর সৃজিতের জন্য এখনও কিছু কেনাকাটা করে উঠতে পারিনি। আমার শাশুড়ি, ননদ, আইরা এবং পরিবারের সবার জন্যই কেনাকাটা করব। আর এই সপ্তাহেই করব। আসলে আমিও আফ্রিকায় ছিলাম, কিছুদিন আগেই ফিরেছি। তাই সব মিলিয়ে কেনাকাটা কিছু হয়নি।'

মিথিলার জানান, দুর্গাপুজোর সঙ্গে তার ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। তার কথায়, ‘বাংলাদেশে বড় করেই পুজো হয়। ওখানে আমাদের পাড়াতেই পুজো হত। ছোটবেলায় আমি যে পাড়ায় থাকতাম, সেখানে সিদ্ধেশরী কালীমন্দির আছে। ঢাকার ওই এলাকাটার নামই সিদ্ধেশরী।’ 

মিথিলা বলেন, ‘পুজোর সময় প্রতিবার সেখানে মেলা হত, সেখানে গিয়ে চুড়ি, টিপ এটা ওটা সেটা কিনতাম। খেলনা কিনতাম। পুজোর ঢাকে কাঠি পড়লেই গোটা পাড়ায় উৎসবের চেহারা নিত। সকাল থেকে রাত পর্যন্ত ঢাকের আওয়াজে সরগরম। ঠাকুর দেখা ছাড়াও খাওয়া-দাওয়ার বিশাল আয়োজন হত। দুর্গাপুজোর সেইসব স্মৃতি আমার কাছে জ্বলজ্বল করে রয়েছে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে