রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ০৬:৩৫:৫২

আর্জেন্টিনার জার্সি ফ্রিতে দেওয়ার ঘোষণা দিলেন নায়িকা নূতন

আর্জেন্টিনার জার্সি ফ্রিতে দেওয়ার ঘোষণা দিলেন নায়িকা নূতন

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা নূতনের গ্যাং প্রস্তুত, আর্জেন্টিনা জিতলেই খাসি―এমনই ঘোষণা এলো অভিনেত্রীর ফেসবুক থেকে। শুধু তা-ই নয়, আর্জেন্টিনা ফাইনালে গেলেই এফডিসিতে ফ্রি জার্সি বিতরণ করবেন  ‘রাজমহল’ সিনেমার নায়িকা

বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত নন তিনি। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব নূতন। নিয়মিত নিজের মতামত তুলে ধরেন এই অভিনেত্রী। এবার বিশ্বকাপ ফুটবলের উৎসবে শামিল হলেন তিনি।

নূতনের প্রিয় দল মেসির আর্জেন্টিনা। বেশ কিছু ছবির সঙ্গে মজা করেই একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন। সেখানে তিনি ঘোষণা দেন, এবার আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে গেলে ভক্ত-অনুরাগীদের গরু ও খাসি খাওয়াবেন। 

নায়িকা লিখেছেন, ‘হিসাব-সালিস সব মানি, শুধু আর্জেন্টিনা আমার। আমার গ্যাংরা সব প্রস্তুত। এবার আর্জেন্টিনা ফাইনালে গেলে সেদিন এফডিসি আর শিল্পকলাতে গরু-খাসি কেটে খাওয়াব। আর ফ্রি জার্সি উপহার দেব। ’

আত্মবিশ্বাসের সঙ্গে লিখেছেন, ‘যদিও আমি জানি আর্জেন্টিনা এবার কাপ নেবে। ’ ফেসবুকের আরেক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা বরাবরই এক আজব জাতি, অতি-উৎসাহী, অতি-আবেগী, কোথায় কিভাবে আবেগ-উৎসাহ প্রকাশ করা উচিত বা কোথায় থামা উচিত সে ব্যাপারে অনেকটাই উদাসীন। ’

আবেগ নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অতিরঞ্জিত মনোভাবের কারণে যে আমরা ভুল করি, অন্যকে ছোট করি, এমনকি পাপও করি, আর হাস্যকর হচ্ছে তা আবার নিজের দেশের, কাছের মানুষের সাথেই করি।   আজ থেকে ফুটবল বিশ্বকাপ শুরু, দয়া করে আবেগ নিয়ন্ত্রণ করতে উদাসীন হবেন না। খেলা সবার পছন্দের। বিশ্বকাপ নিয়ে উন্মাদনা থাকবে, তাই স্বাভাবিক, যা নিয়ে আমি নিজেও উদগ্রীব। ’

নূতন এ দেশের চলচ্চিত্রাঙ্গন মাতিয়েছেন সত্তর ও আশির দশকে। ১৯৬৯ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর বাংলাদেশি চলচ্চিত্রশিল্পে অভিষেক ঘটে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘রাজনর্তকী’, ‘পাগলা রাজা’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘বসুন্ধরা’, ‘প্রাণ সজনী’ ‘প্রেমবন্ধন’, ‘স্ত্রীর পাওনা’, ‘মানসী’, ‘রাজমহল’, অবিচার’, ‘ফকির মজনু শাহ’, ‘বদলা’, ‘ননদ ভাবি’, ‘রাঙা ভাবি’, ‘অলংকার’, ‘বদনাম’, ‘শাহজাদা’, ‘কন্যাবদল’, তাজ ও তলোয়া’, ‘কাবিন’, সোনার চেয়ে দামি, ‘বাঁশিওয়ালা’, ‘সত্য-মিথ্যা’, ‘পাহাড়ি ফুল’, ‘অশান্ত’, ‘মালামতি’, ‘আবদুল্লাহ’। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে