শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ০৭:৪৫:১৮

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন রাজামৌলি!

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন রাজামৌলি!

বিনোদন ডেস্ক: ‘আরআরআর’ জাপানে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে। রাজামৌলির ‘বাহুবলী ২’কে ছাড়িয়ে গেছে সিনেমাটি। এর মধ্য দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন পরিচালক শ্রীশৌল শ্রী রাজামৌলি।

এস এস রাজামৌলি পরিচালিত ও রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত চলচ্চিত্রটি জাপানের ৪৪টি শহরের ২০৯টি স্ক্রীন এবং ৩১ আইম্যাক্স স্ক্রিনে মুক্তি পেয়েছে। এটি জাপানে মুক্তিপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্রের মধ্যে ৩০০ মিলিয়নের ক্লাবে প্রবেশ করা সবচেয়ে দ্রুততম চলচ্চিত্র এখন।

দেশটিতে ১৭ কোটি রুপিরও বেশি আয় করেছে সিনেমাটি। টুইটারে বক্স অফিস ট্র্যাকার ‘টি২বি লাইভ’-এর শেয়ার করা একটি পোস্টার অনুসারে, ‘আরআরআর’ ৩৪ দিনে ৩০৫ মিলিয়ন জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ১৭.৯ কোটি রুপি সংগ্রহ করেছে এবং ২ লাখেরও বেশি ফুটফল নিবন্ধন করেছে।

২৪ বছর আগে মুক্তি পাওয়া রজনীকান্তের ‘মুথু’ জাপানে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসাবে শীর্ষস্থানে রয়েছে যার বক্স অফিস সংগ্রহ ৪০০ মিলিয়ন জাপানি ইয়েন অর্থাৎ প্রায় ২৩.৫ কোটি। সিনেমাটি ১৯৯৫ সালের অক্টোবরে রিলিজ হয়েছিল।

তিন সপ্তাহ আগে এস এস রাজামৌলি, রামচরণ এবং জুনিয়র এনটিআর তাদের পরিবারের সাথে চলচ্চিত্রের প্রচারের জন্য জাপানে ছিলেন। সেখানে জাপানি ভক্তদের উষ্ণ অর্ভথ্যনাও পেয়েছেন তারা। দুই স্বাধীনতাসংগ্রামী ‘আলুরি সীতারামা রাজু’ এবং ‘কোমারাম ভীম’-এর জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি কাল্পনিক গল্পে নির্মিত ‘আরআরআর’। 

এস এস রাজামৌলির পরিচালিত সিনেমাটিতে রামচরণ ও জুনিয়র এনটিআর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। বিশ্বব্যাপী ১২০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। অস্কার মনোনয়নের দৌড়েও এগিয়ে ছিল এই অলটাইমস ব্লকবাস্টার সিনেমাটি। সূত্র: হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে