সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ০৫:০৬:৩২

সানিয়া মির্জা ও কাজলের ট্যুইট চালাচালি ভাইরাল

সানিয়া মির্জা ও কাজলের ট্যুইট চালাচালি ভাইরাল

বিনোদন ডেস্ক: ভারতের টেনিস নক্ষত্র সানিয়া মির্জা চলতি অস্ট্রেলিয়ান ওপেনে রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে খেলেছিলেন। কিন্তু গত শুক্রবার মিক্সড ডাবলসের ফাইনালে উঠেই হৃদয় ভাঙে সানিয়া-রোহনের। ৬-৭, ২-৬ ব্যবধানে তারা হারেন ব্রাজিলিয়ান জুটি লুসিয়া স্টেফানি ও রাফায়েল ম্যাটোসের কাছে। 

রড লেভার এরিনা থেকে চোখের জলেই বিদায় নিয়েছেন সানিয়া। ছ'বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জানান যে, 'আমাদের পেশাদার কেরিয়ার মেলবোর্নে শুরু হয়েছিল। গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শেষ করার জন্য এর চেয়ে ভালো এরিনা ছিল না।' 

অস্ট্রেলিয়ান ওপেন থেকে সানিয়ার বিদায়ী বক্তব্যের ভিডিও শেয়ার করে লেখা হয় যে, 'সানিয়া আমরা তোমাকে ভালোবাসি।' অস্ট্রেলিয়ান ওপেনের ট্যুইট ধরে অভিনেত্রী কাজল ট্যুইট করেন। কাজল লেখেন, 'সানিয়া তুমি শুধু ভারতেরই নয়, বিশ্বের সকল মহিলা তোমাকে দেখে এগিয়ে গিয়েছে। তুমি সর্বদা জিতবে।'

এর সঙ্গেই অভিনেত্রী জুড়ে দেন হৃদয় ও ভারতীয় পতাকার ইমোজি। কাজলের বার্তা পেয়ে উদ্বেল হয়ে যান সানিয়া। টেনিস সুন্দরী লেখেন, 'কাজল অনেক ধন্যবাদ। তোমার মেসেজ পড়তে পড়তেই বলতে চাই যে, আমি ১০০ বার কভি খুশি কভি গম দেখেছি।' সানিয়া মির্জা ও কাজলের ট্যুইট চালাচালি ভাইরাল। 

৩৬ বছরের সানিয়া এর আগে ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস জিতেছিলেন। সেবার তার পার্টনার ছিলেন মহেশ ভূপতি। সেটিই ছিল তাঁর প্রথম বড় ট্রফি। এরপর ২০১৬ সালে ডাবলসে চ্যাম্পিয়ন হন। তিনটি মিক্সড ডাবলস এবং তিনটি ডাবলস খেতাব রয়েছে সানিয়ার। এটিই তার শেষ গ্র্যান্ড স্ল্যাম ছিল। 

তবে শেষরক্ষা হল না। কেঁদে বিদায় নিলেন ভারতের টেনিস সুন্দরী। ৪২ বছরের বোপান্না এর আগে ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। বিদায় বেলায় অতি পরিচিত রড লেভার এরিয়ান কথা বলতে গিয়ে সানিয়ার গলা শুকিয়ে আসছিল। কান্নায় ভিজে গিয়েছিল তার দুই চোখ। 

আবেগতাড়িত হয়ে বলছিলেন, 'আমি আরও কয়েকটি প্রতিযোগিতা খেলব। তবে পেশাদার টেনিস দুনিয়াকে এই মেলবোর্ন থেকেই বিদায় জানালাম। ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে এই রড লেভার এরিনা থেকেই আমার জার্নি শুরু হয়েছিল। সেবার তৃতীয় রাউন্ডে আমার প্রতিপক্ষ ছিলেন সেরেনা উইলিয়ামস। এরপর এই রড লেভার এরিনায় অনেক প্রতিযোগিতা খেলেছি। জিতেছি ফাইনাল। তাই আমার জীবনে রড লেভার এরিনার আলাদা জায়গা রয়েছে। গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শেষ করার জন্য এর থেকে ভাল জায়গা আমার কাছে নেই। সবাইকে অনেক ধন্যবাদ।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে