শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ০১:১০:২৮

বাঁধন পেলেন সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বাঁধন পেলেন সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিনোদন ডেস্ক : ভালো কাজের স্বীকৃতিতে প্রশংসা, উন্নতি ও পুরস্কার কার না ভালো লাগে। ছোট পর্দায় পরিচিতি লাভ করা অভিনেত্রী আজমেরি হক বাঁধন মাঝে শোবিজ অঙ্গন থেকে হারিয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন পর কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া বাংলাদেশি চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে এ অঙ্গনে ফিরে আসেন তিনি। 

এ সিনেমার মাধ্যমে প্রশংসা ও পুরস্কার দুটোই পেয়েছেন। এবার প্রথমবারের মতো সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার  বিকেলে ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদান করা হয়। 

এ সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাঁধন বলেন, ক্যারিয়ার শুরুর ১৭ বছর পর পুরস্কার পেলাম, ভালো লাগছে। 

আমার সঙ্গে আমার মা, মেয়ে, বাবা, ভাইয়ের বউ এসেছে। এতো বছরে তারা আমার জন্য গর্বিত হয়েছে। আমাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি আরো দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। বেশ আনন্দ লাগছে আমাকে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে