শনিবার, ১১ মার্চ, ২০২৩, ০৭:১৮:০৩

স্ত্রীকে নিয়ে আমেরিকায় প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে রামচরণ

স্ত্রীকে নিয়ে আমেরিকায় প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে রামচরণ

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে আতিথেয়তা গ্রহন করলেন দক্ষিণের জনপ্রিয় তারকা রামচরণ। স্ত্রী উপাসনাকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে গিয়েছিলেন তিনি। ‘আরআরআর’ সিনেমা অস্কারে মনোনীত হওয়ায় এই মুহূর্তে লস অ্যাঞ্জেলসে রয়েছেন রামচরণ, রাজামৌলি ও এনটিআর।

৯ মার্চ অস্কার ইভেন্টে দ্বিতীয় বার্ষিক সাউথ এশিয়ান এক্সিলেন্স অনুষ্ঠিত হয়েছিল। অস্কার মনোনীত ভারতীয় সিনেমার কলাকুশলীদের সম্মানে এই আয়োজন করা হয়। সেখানে নিক জোনাস, প্রীতি জিনতা, জ্যাকলিন ফার্নান্দেজ, জুনিয়র এনটিআর এবং অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। 

তেলেগু অভিনেতা রামচরণ এবং স্ত্রী উপাসনা লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট স্টুডিওতে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে যোগ দেন। শনিবার (১১ মার্চ) রামের স্ত্রী উপাসনা ইভেন্ট থেকে নিজের এবং রামের কয়েকটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। একটি ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পোজও দিয়েছেন এই দম্পতি। 

আতিথেয়তার জন্য প্রিয়াঙ্কাকে ধন্যবাদও জানিয়েছেন উপাসনা। প্রিয়াঙ্কার সাথে তোলা ছবিও শেয়ার করেন তিনি। সেই সঙ্গে প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার সাথেও নিজের একটি ছবি শেয়ার করেছেন রামপত্নী।

এদিকে, প্রিয়াঙ্কা-রামের ছবিটি বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। দীর্ঘদিন পর দুই তারকাকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত দুজনের ভক্তরা। ছবিতে প্রিয়াঙ্কা এবং উপাসনা দুজনকেই সাদা পোশাকে দেখা যাচ্ছে। রামচরণ পরেছিলেন একটি নীল টি-শার্ট ও সাদা ট্রাউজার। 

ছবিটি শেয়ার করে উপাসনা ক্যাপশনে লিখেছেন, “লস অ্যাঞ্জেলসের পরিবার। সবসময় আমাদের পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ প্রিয়াঙ্কা।” এর আগে রামচরণ ও প্রিয়াঙ্কা ‘জাঞ্জির’ সিনেমায় জুটি হয়ে কাজ করেছিলেন। তখন থেকেই এই জুটি দর্শকমহলে বেশ জনপ্রিয়।

প্রাক-অস্কার ব্যাশের আয়োজনটি করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং সেলিব্রিটি ম্যানেজার-উদ্যোক্তা অঞ্জুলা আচারিয়া, মালালা ইউসুফজাই, মিন্ডি কালিং, কুমাইল নানজিয়ানি, কাল পেন, আজিজ আনসারি, বেলা বাজারিয়া, রাধিকা জোন্স, জোসেফ প্যাটেল, শ্রুতি গাঙ্গুলি এবং অনিতা চ্যাটার্জি। প্রাক-অস্কার ইভেন্ট ‘আরআরআর’, ‘অল দ্যাট ব্রেদস’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর মতো ভারতীয় চলচ্চিত্রের মনোনীত ব্যক্তিদের সম্মানিত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছিল।সূত্র : হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে