রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ০২:০৩:৩৯

‘আরাভকে খুঁজে বের করতে সাহায্য করেছি : সাকিব ও আমাকে পুরস্কার দিন’

‘আরাভকে খুঁজে বের করতে সাহায্য করেছি : সাকিব ও আমাকে পুরস্কার দিন’

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ইউটিউবার  হিরো আলম বলেছেন আমি আর অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান পুলিশ খুনের দায়ে অভিযুক্ত আরাভকে খুঁজে বের করতে পুলিশকে সহযোগিতা করেছি। আমরা ফেসবুকে পোস্ট না দিলে, দুবাই না গেলে আরাভ খানের আসল পরিচয় কেউ জানত না। আমাদের পুরস্কার দিন।

জানা যায়, খুনের মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে খুঁজে বের করতে পুলিশকে সহযোগিতা করছেন বলে দাবি করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

তিনি বলেন, ‘খুনের মামলায় অভিযুক্ত একজন আসামিকে এত দিন খুঁজে না পাওয়া বা গ্রেপ্তার করতে না পারার ব্যর্থতা পুলিশের। আমরা তাকে খুঁজে বের করতে পুলিশকে সহযোগিতা করেছি। আমরা ফেসবুকে পোস্ট না দিলে, দুবাই না গেলে আরাভ খানের আসল পরিচয় কেউ জানত না। আমাকে ও সাকিব আল হাসানকে পুরস্কৃত করা উচিত।’

‘আরাভ জুয়েলার্সের’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দুবাইতে আছেন হিরো আলম। আজ রবিবার তার দেশে ফেরার কথা। শনিবার দুবাই থেকে এসব কথা জানিয়েছেন জনপ্রিয় গণমাধ্যমকে। আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, ক্রিকেটার সাকিব আল হাসান ও হিরো আলম জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন। 

এ বিষয়ে হিরো আলম বলেন, “আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। যেকোনো মামলা তদন্তের প্রয়োজনে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বা সন্দেহভাজন কোনো ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই পারে। কিন্তু পুলিশ খুনের সঙ্গে সাকিব আল হাসানের মতো জনপ্রিয় ক্রিকেটার ও আমার সংশ্লিষ্টতা কোথায়, সেটা আগে পুলিশকে বলতে হবে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে