বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ০২:১১:২৮

রহমতের বিরুদ্ধে আদালতে মামলা শাকিবের

রহমতের বিরুদ্ধে আদালতে মামলা শাকিবের

বিনোদন ডেস্ক : কথিত প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে নালিশি মামলা করলেন ঢালিউড সুপারস্টার জনপ্রিয় শাকিব খান। একটি থানা থেকে প্রত্যাখ্যাত হয়ে, ডিবি কার্যালয় ঘুরে অবশেষে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে নালিশি মামলা করলেন শাকিব।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে তিনি মামলাটি করেন। মামলার যাবতীয় কাজ সম্পন্ন করার পর আইনজীবীর সঙ্গে আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব খান।

অভিনেতার পক্ষে তার আইনজীবী মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এক লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা দাবি, মিথ্যা অভিযোগ এবং হত্যার হুমকির অভিযোগে রহমত উল্লাহর নামে মামলা করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আগামী ২৬ এপ্রিল রহমত উল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

গত ১৫ মার্চ কিং খানের নামে এফডিসিতে গিয়ে অসদাসরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের লিখিত অভিযোগ করেন এই অস্ট্রেলিয়া প্রবাসী, যিনি নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক দাবি করেন। রহমত উল্লাহর অভিযোগ, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় এই ছবির শুটিংয়ে গিয়ে এক নারী সহ-প্রযোজককে নিজের হোটেল কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন শাকিব খান।

নিজের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের তিন দিনের মাথায় গত শনিবার (১৮ মার্চ) মধ্যরাতে কিং খান গুলশান থানায় গিয়েছিলেন রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে। কিন্তু গুলশান থানা মামলা না নিয়ে কিং খানকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। বলে, এটা বিগ ইস্যু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে