বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১০:০৪:৪০

পরিচালক হওয়ার আগে যে পেশায় ছিলেন করণ জোহর

পরিচালক হওয়ার আগে যে পেশায় ছিলেন করণ জোহর

বিনোদন ডেস্ক: লিউডের সফল পরিচালকদের মধ্যে অন্যতন করণ জোহর। বলা যেতে পারে তাঁর স্টারডম যেন সকলকে ছাপিয়ে যায়। গ্ল্যামার দুনিয়ার স্টাররা করণের হাত ধরে বলিউডে সাফল্য পাওয়ার স্বপ্ন দেখে। বহু স্টার কিড তো করণের ছত্রছায়াতেই ইন্ডাস্ট্রিতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। 

নয়ের দশকে বড় পর্দায় রোমান্টিসিজমের পাঠ পড়িয়েছেন করণ জোহর। কুছ কুছ হোতা হ্যায় থেকে কভি খুশি কভি গমের মতো ছবি দর্শককে উপহার দিয়েছেন করণ জোহর। ২৫ মে ৫১-এ পা পরিচালকের। একইসঙ্গে ফিল্মি কেরিয়ারে ২৫ বছর পূর্তি। 

এই উপলক্ষ্যে মুক্তি পেতে চলেছে করণের নতুন ছবি রকি অউর রানি কি প্রেম কাহিনির ফার্স্ট লুক পোস্টার। ধর্মা প্রোডাকশনের তরফে সোশ্যাল মিডিয়া পেজে করণের ২৫ বছর পূর্তিতে নতুন জার্নি শুরুরও ইঙ্গিত দেওয়া হয়েছে। সেটা তো ক্রমশ প্রকাশ্য। তার আগে করণের জন্মদিনে জেনে নেওয়া যাক পরিচালক হওয়ার আগে কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

আজকে বলিউডের এই 'স্টার' পরিচালক একটা সময় কস্টিউম ডিজাইনার হিসাবে কাজ করেছিলেন। নয়ের দশকে শাহরুখ খান-কাজল অভিনীত সর্বকালের সেরা ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-তে কস্টিউম ডিজাইনার হিসাবে কাজ করেছিলেন করণ। এই ছবিতে শুধু শাহরুখের কস্টিউম ডিজাইনেরই দায়িত্বে ছিলেন না, সেই সঙ্গে সহ পরিচালক হিসাবেও কাজ করেছেন।

ডিডিএলজি-তে কাজ করার পর বলিউডের একাধিক হিট ছবির জন্য একজন তে কস্টিউম ডিজাইনার হিসাবে কাজ করেছেন করণ। সেই তালিকায় রয়েছে 'দিল তো পাগল হে', 'ম্যায় হু না', 'ওম শান্তি ওম'-এর মতো ছবিগুলো। উল্লেখ্য, প্রতিটি ছবিটিতেই করণের পছন্দের তারকা শাহরুখের সঙ্গে কাজ করেছেন।

বেশ কিছু ফ্যাশন ইভেন্টে করণের পোশাক নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তাঁর ফ্যাশন সেন্স নিয়েও বিস্তর আলোচনা হয়েছে অতীতে। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে ফ্যাশন রুল ব্রেকার হিসাবে বারবার ভক্তদের দিল জিতে নিয়েছেন করণ জোহর।

তবে আজ বলিউডের একজন বিশিষ্ট পরিচালক হিসাবে করণ একনামে সকলের কাছে পরিচিত। এই মুহূর্তে করণের নির্দেশনায় রকি অউর রানি কি প্রেম কাহিনি মুক্তির অপেক্ষায়। ২৫ মে ছবির ফার্স্ট লুক পোস্টারে রণবীর সিং আর আলিয়া ভাটের অন স্ক্রিন কেমেস্ট্রির প্রথম ঝলক দেখার অপেক্ষায় দর্শক।

জন্মদিনের আগে ধর্মা প্রোডাকশনের তরফে করণ জোহর পরিচালিত A টু Z প্রতিটি ছবির টুকরো মুহূর্তের এক মিনিট ২২ সেকেন্ডের কোলাজ বানিয়ে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। আর ক্যাপশনে লেখা, ভালোবাসা-বন্ধুত্বের প্রতিটি মুহূর্ত আজও সকলের হৃদয়ে গাঁথা। এখন সময় নতুন কিছু করার। ইন্ডাস্ট্রিতে করণের ২৫ বছর পূর্তি নতুন প্রেম কাহিনির হাত ধরেই ইন্ডাস্ট্রিতে উদযাপন করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে