রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯, ০৯:১১:৩৪

অবশেষে মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা থেকে সরে এলো কওমি মাদ্রাসার ছাত্ররা

অবশেষে মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা থেকে সরে এলো কওমি মাদ্রাসার ছাত্ররা

ব্রাহ্মণবাড়িয়া : কওমি ছাত্রদের সভাকওমি মাদ্রাসার শিক্ষার্থীরা পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা প্রতিহত করবে না বলে জানিয়েছে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নেন। এর আগে সন্ধ্যায় সমাবেশ করে তারা মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা দেন।

এ বিষয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাসুদুর রহমান বলেন, ‘আমি এ বিষয়ে কোনও মন্তব্য করবো না। আমাদের মুরব্বি জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী হুজুরের সঙ্গে কথা বলুন।’

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘আমরা কওমি ছাত্র ঐক্যপরিষদের জেলা শাখার নেতাদের সঙ্গে কথা বলেছি। জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী হুজুরের সঙ্গেও আমার কথা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ- দৌলা খানও তাদের সঙ্গে আলোচনা করেছেন। আমারা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, যে এটা রাষ্ট্রীয় পোগ্রাম। তারা সর্বশেষ আমাদের সঙ্গে একমত হয়েছেন। আগামীকাল রবিবার কোনও ধরনের বিশৃঙ্খলা হবে না বলে তারা আমাদেরকে আশ্বস্থ করেছেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে