রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ১২:১২:৫১

আনসারীর জানাজায় জনস্রোত : সরাইল থানার ওসি প্রত্যাহার

আনসারীর জানাজায় জনস্রোত : সরাইল থানার ওসি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া থেকে : করোনা ভাইরাস সং'ক্র'মণের ঝুঁ'কি সত্ত্বেও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লোক সমাগ‌মের বিষ‌য়ে যথাযথ ব্যবস্থা নি‌তে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন টিটুকে (ও‌সি) প্র'ত্যাহা'র করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে পুলিশ সদরদফতর এক আদেশে তাকে প্র'ত্যা'হার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বিষয়টি নি'শ্চিত করেছেন।

শুক্রবার বিকাল ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাসপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবায়ের আহমেদ আনসারী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃ'ত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃ'ত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আনসারী বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির এবং বেড়তলা মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এ ছাড়া তিনি একাধিক মাদরাসা প্রতিষ্ঠা করে গেছেন। 

ইসলামী আলোচক হিসেবে তার খ্যাতি বিশ্বজুড়ে। মাওলানা আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগম হয়েছে। করোনা পরি'স্থিতিতে লকডাউন উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় না রেখেই লাখো মানুষ জানাজায় অংশ নেন। এদিকে ইতিমধ্য ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১০ জনেরও বেশি করোনা রোগী শনা'ক্ত হয়েছেন। এ অবস্থায় লাখো মানুষের সমাগম করোনা আরও বেশি ছড়িয়ে পড়বে বলে মত বিশেষজ্ঞদের ধারনা।

সরাইল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটু লাখে মানুষ সমাগমের বিষয়টি স্বী'কার করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও ঢাকা থেকে লোকজন আসে। আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোক হবে। লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছু করার ছিল না। তবে বলার পর উপস্থিত লোকজন সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ান বলে দাবি করেন ওসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে