বুধবার, ০৮ জুলাই, ২০২০, ১২:৫৭:১২

ওলি গো'ষ্ঠি ও বজলু গো'ষ্ঠীর লোকজনের মধ্যে ভ'য়াবহ সংঘ'র্ষ

ওলি গো'ষ্ঠি ও বজলু গো'ষ্ঠীর লোকজনের মধ্যে ভ'য়াবহ সংঘ'র্ষ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই প'ক্ষের সংঘ'র্ষে অন্তত ৫০ জন আহ'ত হয়েছেন। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে দুই দ'ফায় এই সংঘ'র্ষের ঘট'না ঘটে। সংঘ'র্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপ'ত্য বি'স্তার নিয়ে কা'টানিশার গ্রামের ওলি গো'ষ্ঠি ও বজলু গো'ষ্ঠীর লোকজনের মধ্যে বি'রোধ চলে আসছিল। এ বিরো'ধের জে'রে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অ'স্ত্র নিয়ে ভ'য়াবহ সংঘ'র্ষে জ'ড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রা'বার বু'লেট ও টি'য়ার'শে'ল নি'ক্ষেপ করে প'রিস্থিতি নিয়'ন্ত্রণে আনে। কিন্তু বুধবার সকালে আবারও উভয় প'ক্ষের লোকজন সংঘ'র্ষে জড়ায়। দুই দ'ফার এ সংঘ'র্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহ'ত হয়েছেন।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে প'রিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মো'তায়েন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে