বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ০১:০৯:১০

ভগ্নিপতির থা'প্পড়ের প্র'তিশো'ধ নিতে ভাগ্নে-ভাগ্নিকে গ'লা কে'টে হ'ত্যা করে আপন মামা বাদল

ভগ্নিপতির থা'প্পড়ের প্র'তিশো'ধ নিতে ভাগ্নে-ভাগ্নিকে গ'লা কে'টে হ'ত্যা করে আপন মামা বাদল

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে কামরুল ইসলাম (১০) ও শিফা আক্তার (১৪) নামের দুই ভাই-বোনকে জ'বা'ই করে হ'ত্যা করেছে আপন মামা বাদল মিয়া। বুধবার (২৬আগস্ট) মধ্যরাতে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞ'প্তিতে এই ত'থ্য জানানো হয়। বাদল মিয়া কুমিল্লা জেলার হোমনা থানার খোদে দাউদপুরের মৃ'ত আব্দুর রবের ছেলে। গত সোমবার (২৪আগস্ট) রাতে উপজেলার সলিমাবাদের সাহেবনগর গ্রামে নিজ বাড়ির পৃথক দুইটি কক্ষের খাটের নিচ থেকে দুইটি গ'লাকা'টা ম'রদে'হ উ'দ্ধার করে পুলিশ। নিহ'ত কামরুল ইসলাম (১০) ও শিফা আক্তার (১৪) ওই এলাকার প্রবাসী কামাল উদ্দিনের সন্তান ছিলেন।

ঘ'ট'নার পর থেকে নিহ'তদের মামা সন্দে'হভাজন বাদল মিয়া প'লা'তক ছিল। মঙ্গলবার রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রে'ফ'তার করে পুলিশ। পরে বুধবার জিজ্ঞা'সাবাদে পুলিশের কাছে হ'ত্যাকা'ণ্ডের কথা স্বী'কার করে বাদল।

প্রেস বিজ্ঞ'প্তিতে জানানো হয়, গ্রেফতারের পর নিহ'তদের মামা বাদল মিয়া পুলিশকে জানায়, বাদল মিয়া বাইরাইন প্রবাসী ছিলেন। গত মার্চ মাসে বাদল মিয়া বাহরাইন থেকে দেশে আসার পর করোনা মহামা'রীর কারণে আর বিদেশ যেতে পারেনি। গো'ষ্ঠীগত দা'ঙ্গায় মা'মলার আ'সামী হওয়ায় কুমিল্লা থেকে বাঞ্ছারামপুরে ভগ্নিপতির বাড়িতে আ'ত্মগো'পনে ছিল। সে বাহরাইন থাকাকালে দোকান করার জন্য তার ভগ্নিপতি কামাল উদ্দিনের কাছ থেকে ১৩ লাখ টাকা ধা'র নেয়। এরমধ্যে ৩ লাখ টাকা ফেরত দেয়। বাকি ১০ লাখ টাকা ফেরত না দেয়ায় কামাল উদ্দিনের সঙ্গে ম'নোমা'লিন্য চলছিল তার। এজন্য সপ্তাহখানেক আগে বাদল মিয়াকে থা'প্প'ড়ও মা'রেন কামাল উদ্দিন। সেই রা'গে প্র'তিশোধ নেয়ার পরিক'ল্পনা করে বাদল।

সোমবার (২৪ আগস্ট) দুপুরের খাবারের পর কামরুল ইসলাম (১০) তার মায়ের নিকট হতে ম'জা খাওয়ার কথা বলে ৫০ টাকা নিয়ে মামা বাদল মিয়ার রুমে যায়। তখন বাদল মিয়া তার ভাগ্নে কামরুলের হাত-পা বেঁ'ধে ধা'রালো ছু'রি দিয়ে গ'লা কে'টে হ'ত্যা করে। পরে লা'শ খাটের নিচে রেখে দেয়। ভাগ্নি শিফা ঝাড়ু দিতে গিয়ে তা দেখে ফে'ললে তাকেও হ'ত্যা করতে জো'ড়াজু'ড়ি করে বাদল। পরে এক ধা'ক্কা মে'রে ওয়াশরুমে নিয়ে তাকেও গ'লাকে'টে হ'ত্যা করে লা'শ খাটের নিচে রেখে দেয়। শিফা ও কামরুলকে না পেয়ে পরিবারের সদস্যদের সাথে বাদলও তাদের খোঁ'জ করতে গিয়ে পা'লিয়ে যায়।

এই ঘ'টনায় নিহ'তদের পিতা কামাল উদ্দিন বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় বাদল মিয়ার বিরু'দ্ধে হ'ত্যা মা'মলা দা'য়ের করেছে। মা'মলার তদ'ন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক (তদ'ন্ত) রাজু আহমেদকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে