শনিবার, ১০ জুলাই, ২০২১, ১২:৩৭:৫৫

কোপা আমেরিকার ফাইনাল নিয়ে চরম উত্তেজনা, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের মাইকিং, বিজয় মিছিল করা যাবে না

কোপা আমেরিকার ফাইনাল নিয়ে চরম উত্তেজনা, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের মাইকিং, বিজয় মিছিল করা যাবে না

কোপা আমেরিকার ফাইনাল নিয়ে উত্তেজনা চরমে, তাই যেকোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশের মাইকিং চলছে ব্রাহ্মণবাড়িয়ায়।

আগামীকার রোববার (১১ জুলাই) ভোর ৬টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই খেলাকে কেন্দ্র করে সংঘাত এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ।

আর এরই অংশ হিসেবে শনিবার (১০ জুলাই) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতামূলক প্রচারণা শুরু হয়েছে। জেলা শহর ও উপজেলায় অটোরিকশা, সিএনজি ও পিকআপ যোগে মাইকিং করা হচ্ছে।

এদিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ‘প্রচারণা চালাতে আমার গাড়িতেও মাইক লাগিয়েছি। এছাড়া সদর মডেল থানাধীন ১৫টি বিটের কর্মকর্তারা মাইকিং শুরু করেছে। বাইরে প্রজেক্টরে গণজমায়েত হয়ে খেলা দেখা যাবে না, বাসায় বসে খেলা দেখতে হবে। এছাড়া খেলা পরবর্তী কোনো বিজয় মিছিল করা যাবে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে