শুক্রবার, ০৩ জুন, ২০২২, ০২:২৬:১৪

লিচুর বাম্পার ফলন ব্রাহ্মণবাড়িয়ায়, ২৯ কোটি টাকার বেশি বিক্রি!

লিচুর বাম্পার ফলন ব্রাহ্মণবাড়িয়ায়, ২৯ কোটি টাকার বেশি বিক্রি!

এমটি নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা এবং আখাউড়া উপজেলায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ বলছে সব ঠিক থাকলে এই তিন উপজেলায় অন্তত দুই হাজার ৭৫০ মেট্রিক টন লিচু উৎপাদন হবে। যার বাজার মূল্য ২৯ কোটি টাকারও বেশি। ভালো ফলনের পাশাপাশি দাম ভালো পাওয়ায় খুশি বাগান মালিকরাও।

ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী পাহাড়ি লালমাটি সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কসবা এবং আখাউড়া উপজেলার ৫৩০ হেক্টর জমিতে চায়না থ্রি-বোম্বে এবং পাটনাইয়া জাতের লিচুর আবাদ হয়েছে বলে জানান কৃষি বিভাগ। আবাহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনও হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সুশান্ত সাহাস গণমাধ্যমকে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা মৌসুম শুরুর প্রথম থেকেই সার ব্যবস্থাপনাসহ পরিচর্যার বিষয়ে লিচু চাষীদের পরামর্শ দিয়ে আসছেন।

মোখলেছুর রহমান আবু তালহা নামে একজন বাগান মালিক জানান, গত বছর থেকে এ বছর আমরা লিচুগাছের পরিচর্যায় বেশি সময় দিয়েছি। সেজন্য ফলনও খুব ভালো হয়েছে। সরকারি সহযোগিতা পেলে এই অঞ্চলে আরও বেশি লিচু বাগান গড়ে তোলা সম্ভব বলে জানান তিনি।

এদিকে বাজারে রসালো ও সুস্বাদু লিচু হাতের নাগালে পেয়ে খুশি ক্রেতারাও। অনেকে বাগান থেকে লিচু কেনার জন্য ভিড় করছেন।

বিজয়নগর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার ইসহাক মোল্লা বলেন, আমাদের এলাকার লিচুর গুণগত মান অনেক ভালো। সেজন্য এখানকার বাগানে অনেক মানুষ এসে ভিড় জমান। বাগানে যাওয়ার রাস্তা আমি নিজ দায়িত্বে করে দিয়েছি, যেন লোকজন এসে কষ্ট না করে। সাধারণ মানুষ লিচু বাগানে ঘুরতে আসায় আমরা খুবই আনন্দিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে