সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১২:৩০

নাসিরনগরে বিনা সরিষা-৪ এর শস্য কর্তন অনুষ্ঠান

নাসিরনগরে বিনা সরিষা-৪ এর শস্য কর্তন অনুষ্ঠান

এস.এম.বদিউল আশরাফ,নাসিরনগর, (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি: নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ কৃষি ব্লকে আজ সোমবার বিনা সরিষা-৪ এর শস্য কর্তন অনুষ্ঠিত হয়। পূর্বভাগ গ্রামে সুভাষ দেবনাথের জমিতে বিনা সরিষা-৪ এর শস্য কর্তন অনুষ্ঠানে বিনা সরিষা কেটে এর উদ্বোধন করেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের(বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রাকিব।

উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেনের সভাপতিত্বে শস্য কর্তন অনুষ্ঠানে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল হান্নান, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন সরকার,কৃষক সুভাষ দেবনাথসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পূর্বভাগ গ্রামের কৃষক সুভাষ দেবনাথ ৪০ বর্গ মিটার(এক শতক) জমিতে আবাদ করা বিনা সরিষা-৪ এর খাটো জাতের শস্য কতর্ন করা হয়। কৃষক সুভাষ দেবনাথ জানান,প্রথমবারের মত বিনা চাষে সরিষা আবাদ করে সাফল্য পেয়েছেন । তাছাড়া বিনা চাষে সরিষা আবাদ করায় চাষের খরচ বেঁচে যাচ্ছে, উৎপাদন খরচও কমে আসছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন জানান, এবছর উপজেলায় পরীক্ষামূলকভাবে বিনা সরিষা-৪ এর খাটো জাতের আবাদ করা হলেও ফলন ভাল হয়েছে। ফলন ভাল হওয়ায় এলাকার কৃষকরা বিনা চাষে সরিষা আবাদে আগ্রহ প্রকাশ করেছে।
বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রাকিব জানান কুমিল্লা অঞ্চলের সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিচ্ছি। চলতি রবি মৌসুমে নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের কৃষক সুভাষ দেবনাথ বিনা সরিষা-৪ এর খাটো জাতের সরিষা আবাদ করে লাভবান হচ্ছেন। এ সরিষা চাষ অত্যন্ত লাভ জনক। আগামীতে এ অঞ্চলের কৃষক এ জাতের সরিষা আবাদে ঝুকে পড়বেন বলে আমি বিশ্বাস করি।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে