মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯, ০৯:৪৯:৪৮

চাঁদপুর-৫ আসনে প্রত্যেক পরিবারের ১ জনকে সরকারি চাকরি দেয়া হবে: মেজর রফিক

চাঁদপুর-৫ আসনে প্রত্যেক পরিবারের ১ জনকে সরকারি চাকরি দেয়া হবে: মেজর রফিক

 আকরাম হোসেন: চাঁদপুর-৫ সংসদীয় আসনে প্রত্যেক পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেয়ার আশ্বাস দিয়েছেন ওই আসনের নবনির্বাচিত সাংসদ মেজর (অব.) রফিক বীর উত্তম।

রোববার বিকালে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা (চাঁদপুর-৫) থেকে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হওয়ায় আয়োজিত এক গণসংবর্ধনায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

আওয়ামী লীগ হাজীগঞ্জ পৌর ও উপজেলা ইউনিট হাজীগঞ্জ উপজেলা সদরে নির্বাচন পরবর্তী এই সংবর্ধনার আয়োজন করে।

হাজীগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগ পৌর ইউনিটের সভাপতি মাহবুবুল আলম লিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ জেলা সভাপতি নাসিরউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারি দুলাল প্রমুখ।

এর আগে রোববার দুপুরে হাজীগঞ্জ শহরে হাজীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেও সাংসদ রফিক তার আসনে প্রত্যেক পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেন।-আমাদেরসময়.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে