সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ১০:৩৮:২৬

মেঘনায় দুই লঞ্চের সং'ঘ'র্ষে মা ও শিশু নিহ'ত

মেঘনায় দুই লঞ্চের সং'ঘ'র্ষে মা ও শিশু নিহ'ত

চাঁদপুর: চাঁদপুরের মেঘনায় ঘন কুয়াশার কারণে দুটি লঞ্চের সং'ঘ'র্ষে মা ও শিশু নিহ'ত হয়েছেন। এতে আহ'ত হয়েছেন আরও আট যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহ'তদের পরিচয় জানা যায়নি।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল নৌ রুটের মাঝেরচর এলাকায় ঘন কুয়াশার কারণে এ দু'র্ঘ'টনা ঘটে। চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৯টার দিকে বরিশাল থেকে কীর্তনখোলা-১০ লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। চাঁদপুরের কাছাকাছি পৌঁছালে ঘন কুয়াশার কারণে লঞ্চটি চরে আট'কে যায়।

একই সময় ঢাকা থেকে ভান্ডারিয়ার হুলারহাটগামী ফারহান-৯ নামে একটি লঞ্চ আট'কে পড়া কীর্তনখোলাকে সজোরে ধা'ক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কীর্তনখোলা-১০ লঞ্চের সামনের অংশ দু'মড়ে-মু'চড়ে যায়। এ সময় ঘুমিয়ে থাকা মা ও তার সন্তান নিহ'ত হন। আহ'ত হন আরও দুই যাত্রী। ফারহান-৯ লঞ্চের ছয় যাত্রীও আহ'ত হন।

এদিকে কীর্তনখোলা লঞ্চের ব্যবস্থাপক বেল্লাল হোসেন বলেন, ফারহান-৯ লঞ্চে আধুনিক যন্ত্রপাতি না থাকায় কুয়াশার মধ্যে এ দু'র্ঘট'না ঘটেছে। সংঘ'র্ষে কীর্তনখোলা-১০ লঞ্চের উপরিভাগ ক্ষ'তিগ্র'স্ত হলেও তলা ঠিক রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে