শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯, ০৯:০৩:২৭

নুসরাত হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে সমাবেশ

নুসরাত হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে সমাবেশ

নিউজ ডেস্ক :  ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়। এতে যোগ দিয়েছে ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। 

উল্লেখ্য, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে তার মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। এরপর মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে। গত ৬ এপ্রিল (শনিবার) সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান। 

এ সময় মাদ্রাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের চার তলায় যান। সেখানে বোরকা পরা চার-পাঁচজন মেয়ে তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার হাত বেঁধে গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে