শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯, ০৮:৪৫:৪৩

ঢাবিতে বৈশাখী কনসার্টের মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ

ঢাবিতে বৈশাখী কনসার্টের মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ

ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের মলচত্বর এলাকায় নববর্ষের কনসার্ট মঞ্চে ভাঙচুর ও বিভিন্ন ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

কোমল পানীয় মোজোর সৌজন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ কনসার্টের আয়োজন করেছিল। ধারণা করা হচ্ছে ছাত্র সংগঠনটির অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা কনসার্টের জন্য তৈরি মঞ্চ, মোজোর কয়েকটি ফ্রিজ ও কনসার্টস্থলের আশপাশের এলাকায় স্থাপন করা মোজোর বিজ্ঞাপনী ব্যানার ভাঙচুর করে। পাশাপাশি বেশ কিছু ব্যানার ও ফেস্টুনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

ছাত্রলীগের এক পক্ষের নেতাকর্মীরা এ ঘটনার জন্য সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারীদের অভিযুক্ত করেছেন। তাদের অভিযোগ- স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার এবং বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি আল আমিন রহমানের নেতৃত্বে এ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে মাহমুদুল হাসান তুষার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অসম্ভব, আমি ঘটনার সঙ্গে জড়িত না। আমি ঘটনার সময় ক্যাম্পাসে ছিলাম না। ওই সময় আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে