বুধবার, ২২ মে, ২০১৯, ০৯:৪৫:৪১

পুরান ঢাকার ঐতিহ্যবাহী আল-রাজ্জাকের রান্নাঘরে পচা-বাসি খাবার

পুরান ঢাকার ঐতিহ্যবাহী আল-রাজ্জাকের রান্নাঘরে পচা-বাসি খাবার

নিউজ ডেস্ক:  রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় অভিযান চালিয়ে ঐতিহ্যবাহী আল-রাজ্জাক রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত।

বংশালের নর্থ-সাউথ রোডের এই রেস্টুরেন্টটির রান্নাঘরে গিয়ে পচা-বাসি খাবার দেখতে পান ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (মহানগর এলাকা) মো. আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও ময়লা-আবর্জনার পাশে খাবার তৈরির চিত্র দেখা যায়। রান্নাঘরের মাটি ছিল স্যাঁতস্যাঁতে। এ কারণে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) মহানগর গোয়েন্দা (ডিবি) ও বংশাল থানা পুলিশের সদস্যদের নিয়ে এই অভিযান চালানো হয়।

উল্লেখ্য, ১৯৯৩ সালে স্থাপিত আল রাজ্জাক রেস্টুরেন্ট ২৬ বছর ধরে সাহরি ও ইফতারের আয়োজন করে আসছে। পুরান ঢাকার সর্ববৃহৎ রেস্টুরেন্ট এটি। অন্যদিকে, একই অভিযোগে পুরান ঢাকার নবাবপুর রোডের ডিসেন্ট পেস্ট্রি সপকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ঢাকাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে